ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে আজ দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / 32

ছবি সংগৃহীত

 

কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ তাদের ছয় দফা দাবির পক্ষে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হয়।

পোস্টে বলা হয়, রোববার (২৭ এপ্রিল) দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে একযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি পূর্বঘোষিত সব নির্দেশনা বহাল থাকবে বলেও জানানো হয়েছে।

শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো—

প্রথম দাবি, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে। সেইসঙ্গে এই পদে তাদের অবৈধ পদোন্নতির বিষয়টি হাইকোর্টের রায়ের মাধ্যমে বাতিল করতে হবে। ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তনসহ মামলার সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করার দাবি জানানো হয়েছে। ২০২১ সালে রাতারাতি নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিল ও সংশ্লিষ্ট নিয়োগবিধি অবিলম্বে সংশোধনের আহ্বান জানানো হয়েছে।

দ্বিতীয় দাবি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। উন্নত দেশের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালুর দাবি জানিয়ে বলা হয়েছে, ধাপে ধাপে একাডেমিক কার্যক্রম ইংরেজি মাধ্যমে করতে হবে।

তৃতীয় দাবি, উপসহকারী প্রকৌশলী ও সমমানের (১০ম গ্রেড) পদে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত কোটায় নিয়োগ না দিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের যেসব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চতুর্থ দাবি, কারিগরি শিক্ষাব্যবস্থাপনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষসহ সব গুরুত্বপূর্ণ পদে অকারিগরি জনবল নিয়োগ বন্ধ করতে হবে। এসব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের আইনানুগভাবে নিয়োগের দাবি জানিয়ে বলা হয়েছে, দ্রুত সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে।

পঞ্চম দাবি, একটি স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় গঠন এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।

ষষ্ঠ দাবি, পলিটেকনিক ও মনোটেকনিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ প্রসারে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) পলিটেকনিক ও মনোটেকনিক থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের অধীনে একাডেমিক কার্যক্রম চালুর মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তি নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে দেশের চার লাখের বেশি পলিটেকনিক শিক্ষার্থী। প্রথমে স্মারকলিপি, মানববন্ধন, ক্লাস ও পরীক্ষা বর্জনের মধ্য দিয়ে আন্দোলন শুরু হলেও, গত ১৬ এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। একই দিনে দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালিত হলে আন্দোলনটি জাতীয় আলোচনায় আসে।

নিউজটি শেয়ার করুন

কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে আজ দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ১০:৩৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

 

কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ তাদের ছয় দফা দাবির পক্ষে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হয়।

পোস্টে বলা হয়, রোববার (২৭ এপ্রিল) দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে একযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি পূর্বঘোষিত সব নির্দেশনা বহাল থাকবে বলেও জানানো হয়েছে।

শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো—

প্রথম দাবি, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে। সেইসঙ্গে এই পদে তাদের অবৈধ পদোন্নতির বিষয়টি হাইকোর্টের রায়ের মাধ্যমে বাতিল করতে হবে। ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তনসহ মামলার সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করার দাবি জানানো হয়েছে। ২০২১ সালে রাতারাতি নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিল ও সংশ্লিষ্ট নিয়োগবিধি অবিলম্বে সংশোধনের আহ্বান জানানো হয়েছে।

দ্বিতীয় দাবি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। উন্নত দেশের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালুর দাবি জানিয়ে বলা হয়েছে, ধাপে ধাপে একাডেমিক কার্যক্রম ইংরেজি মাধ্যমে করতে হবে।

তৃতীয় দাবি, উপসহকারী প্রকৌশলী ও সমমানের (১০ম গ্রেড) পদে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত কোটায় নিয়োগ না দিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের যেসব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চতুর্থ দাবি, কারিগরি শিক্ষাব্যবস্থাপনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষসহ সব গুরুত্বপূর্ণ পদে অকারিগরি জনবল নিয়োগ বন্ধ করতে হবে। এসব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের আইনানুগভাবে নিয়োগের দাবি জানিয়ে বলা হয়েছে, দ্রুত সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে।

পঞ্চম দাবি, একটি স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় গঠন এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।

ষষ্ঠ দাবি, পলিটেকনিক ও মনোটেকনিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ প্রসারে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) পলিটেকনিক ও মনোটেকনিক থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের অধীনে একাডেমিক কার্যক্রম চালুর মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তি নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে দেশের চার লাখের বেশি পলিটেকনিক শিক্ষার্থী। প্রথমে স্মারকলিপি, মানববন্ধন, ক্লাস ও পরীক্ষা বর্জনের মধ্য দিয়ে আন্দোলন শুরু হলেও, গত ১৬ এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। একই দিনে দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালিত হলে আন্দোলনটি জাতীয় আলোচনায় আসে।