সীমান্ত হত্যা ও মাদক রোধে মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

- আপডেট সময় ১১:১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / 43
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে মহেশপুর উপজেলার মেদিনীপুর সীমান্তে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সীমান্ত এলাকায় হত্যা বন্ধ করা এবং মাদক চোরাচালান প্রতিরোধে যৌথ পদক্ষেপ গ্রহণসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম। তিনি জানান, দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বিএসএফের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার। তাঁর নেতৃত্বে বিএসএফের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
বৈঠক শেষে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম সাংবাদিকদের বলেন, “বিএসএফের সঙ্গে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের এই বৈঠক হয়েছে। সীমান্ত নিরাপত্তা, চোরাচালান রোধ এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আমরা আশাবাদী, ভবিষ্যতেও আমাদের এই সুসম্পর্ক বজায় থাকবে।”
বৈঠক শেষে উভয় পক্ষের ব্যাটালিয়ন কমান্ডার ও প্রতিনিধি দল সীমান্তের জিরো লাইন ধরে প্রায় ২.৫ কিলোমিটার পায়ে হেঁটে সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এই পরিদর্শনের মাধ্যমে সীমান্ত পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করা হয়।
স্থানীয়রা জানান, সীমান্তে হত্যাকাণ্ড ও মাদক চোরাচালান নিয়ে দু’দেশের মধ্যে যে উদ্বেগ রয়েছে, তা দূর করতে এ ধরনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা করেন, এই আলোচনা সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, মহেশপুর সীমান্ত এলাকাটি দীর্ঘদিন ধরেই বাংলাদেশ-ভারত সীমান্ত সংক্রান্ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি। সীমান্ত হত্যা ও মাদক চোরাচালান এই অঞ্চলের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী নিয়মিত এই সমস্যা সমাধানে বৈঠক করে আসছে।