ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ববিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি নিয়ে পুরনো বিরোধের জেরে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে বাড়ি-ঘরে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তেরকান্দা গ্রামের দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রামে সালিশি বৈঠকও হয়। তবে বিরোধ মীমাংসা না হওয়ায় উত্তেজনা পুঞ্জিভূত হচ্ছিল। এরই জেরে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে পুরুষ ছাড়াও নারী ও শিশুরাও আহত হন।
এ সময় উভয়পক্ষের অন্তত ৩০ থেকে ৪০ জন আহত হন বলে জানান সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন। তিনি আরও জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষের কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। প্রাথমিকভাবে আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর কয়েকজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রামে এখনও উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানিয়েছেন, দীর্ঘদিনের পুরনো শত্রুতার ফলে গ্রামে এমন সংঘর্ষ লেগেই আছে। তারা দাবি করেছেন, প্রশাসনের কঠোর নজরদারি এবং স্থায়ী সমাধান ছাড়া এমন সংঘর্ষ বন্ধ করা কঠিন হয়ে পড়বে।
গ্রামজুড়ে আতঙ্ক আর উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি উঠেছে, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা হোক।