ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা, পারমাণবিক নিরাপত্তা জোরদারের পদক্ষেপের পক্ষে: কিম জং উনের বোন লাখাইয়ে টমটমে যাত্রী ওঠা-নামা নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত বিশ্ববাজারে উত্তেজনা: শুল্ক লাঘবের উত্তরে ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ মেক্সিকো, চীন ও কানাডার রোজার সময় সারাদিন এনার্জি পেতে গ্রহণীয় খাবার তালিকা ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে জোর প্রতিবাদ, রাজা চার্লসের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার কানাডার পাল্টা পদক্ষেপ: মার্কিন পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রুডোর ইউক্রেনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ঘটনা, তদন্ত শুরু ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহে ২৫ শতাংশ বৃদ্ধি, দেশের অর্থনীতিতে বড় অবদান রেমিট্যান্স ও রপ্তানির ঊর্ধ্বগতি, বৈদেশিক লেনদেনে নতুন গতি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ যুক্তরাষ্ট্রের, সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা

নতুন বাংলাদেশের স্বপ্ন: নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন দাবি নাহিদ ইসলামের

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

পুরোনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, নতুন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচন। মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘‘গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন হতে হবে। আমরা চাই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা দেশের মাটিতে করা হোক।’’ তিনি জানান, এনসিপি তাদের দলীয় কার্যক্রম দ্রুত তৃণমূল পর্যায়ে বিস্তার করবে এবং শিগগিরই নির্বাচন কমিশনে নিবন্ধন আবেদন করবে।

এসময়, নাহিদ ইসলাম সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় তাদের দলের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার ঘোষণা দেন। তার মতে, একটি নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার জন্য শক্তিশালী রাজনৈতিক কাঠামো তৈরি করা অত্যন্ত জরুরি।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, নাসিরুদ্দীন পাটোয়ারী, আব্দুল হান্নান মাসউদ, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম, তাসনিম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা কিছু সময় নীরবভাবে দাঁড়িয়ে থাকেন।

এতে স্পষ্ট হয়ে ওঠে, এনসিপি একটি নতুন রাজনৈতিক দৃষ্টিকোণ এবং গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য নিজেদের প্রস্তাবিত পথে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
৫১২ বার পড়া হয়েছে

নতুন বাংলাদেশের স্বপ্ন: নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন দাবি নাহিদ ইসলামের

আপডেট সময় ০১:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

 

পুরোনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, নতুন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচন। মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘‘গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন হতে হবে। আমরা চাই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা দেশের মাটিতে করা হোক।’’ তিনি জানান, এনসিপি তাদের দলীয় কার্যক্রম দ্রুত তৃণমূল পর্যায়ে বিস্তার করবে এবং শিগগিরই নির্বাচন কমিশনে নিবন্ধন আবেদন করবে।

এসময়, নাহিদ ইসলাম সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় তাদের দলের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার ঘোষণা দেন। তার মতে, একটি নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার জন্য শক্তিশালী রাজনৈতিক কাঠামো তৈরি করা অত্যন্ত জরুরি।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, নাসিরুদ্দীন পাটোয়ারী, আব্দুল হান্নান মাসউদ, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম, তাসনিম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা কিছু সময় নীরবভাবে দাঁড়িয়ে থাকেন।

এতে স্পষ্ট হয়ে ওঠে, এনসিপি একটি নতুন রাজনৈতিক দৃষ্টিকোণ এবং গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য নিজেদের প্রস্তাবিত পথে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।