শিরোনাম :
জুলাই গণহত্যার ভিডিও প্রদর্শন উদ্যোগ, শহরের বিভিন্ন মোড়ে প্রচার

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০১:৩৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 46
বৈষম্যবিরোধী সংগঠনগুলোর উদ্যোগে জুলাই গণহত্যার ভিডিও প্রদর্শনের আয়োজন করা হয়েছে। শহরের বিভিন্ন মোড়ে বড় পর্দায় এই ভিডিও প্রচার করা হবে, যাতে সাধারণ মানুষ ওই নির্মম হত্যাযজ্ঞের সত্য জানতে পারে এবং ইতিহাসের সেই ভয়াবহ অধ্যায় সম্পর্কে সচেতন হতে পারে।
উদ্যোগের মূল লক্ষ্য:
- গণহত্যার ইতিহাস জনসাধারণের সামনে তুলে ধরা
- বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি
- বিচার ও ন্যায়বিচারের দাবিকে জোরদার করা
কোথায় এবং কখন প্রচার করা হবে?
শহরের ব্যস্ততম মোড়গুলোতে সন্ধ্যার পর ভিডিও প্রদর্শন শুরু হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি চলবে একাধিক দিন ধরে, যাতে বেশি মানুষ এই ইতিহাস সম্পর্কে জানতে পারেন।
উদ্যোক্তারা বলছেন, ইতিহাস ভুলে গেলে ভবিষ্যতে একই ধরনের নিষ্ঠুরতার পুনরাবৃত্তি হতে পারে। তাই এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মকে সঠিক তথ্য ও বাস্তব চিত্র দেখানোর চেষ্টা করা হচ্ছে।