ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

জুলাইতেই আন্তর্জাতিক হচ্ছে কক্সবাজার বিমানবন্দর: বেবিচক চেয়ারম্যান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 36

ছবি সংগৃহীত

 

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী জুলাই মাসেই বহুল প্রতীক্ষিত এই ঘোষণা বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে আয়োজিত ‘তথ্য অধিকার’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা শুধু কক্সবাজার নয়, বরং গোটা দেশের জন্যই গৌরবের বিষয়। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন দ্বার খুলবে এবং অর্থনীতি আরও গতিশীল হবে। বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক সংযোগ সুবিধাও উল্লেখযোগ্যভাবে বাড়বে।”

বেবিচক চেয়ারম্যান আরও জানান, চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ কার্গো হাব গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। বর্তমানে সীমিত পরিসরে কার্গো অপারেশন পরিচালিত হলেও অচিরেই পূর্ণাঙ্গ কার্গো সেবা চালু হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

তথ্য অধিকার আইন প্রসঙ্গে তিনি বলেন, “তথ্য অধিকার আইন জনগণের জন্য তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিত করে। সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় এই আইনের যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি। দুর্নীতি রোধ ও সুশাসন প্রতিষ্ঠায় এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

দিনব্যাপী কর্মশালায় কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। সেখানে তথ্য অধিকার আইনের নীতিমালা, প্রয়োগ ও বাস্তবতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মশালা শেষে বেবিচক চেয়ারম্যান বিমানবন্দরের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

 

বিষয় :

নিউজটি শেয়ার করুন

জুলাইতেই আন্তর্জাতিক হচ্ছে কক্সবাজার বিমানবন্দর: বেবিচক চেয়ারম্যান

আপডেট সময় ০৯:২৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

 

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী জুলাই মাসেই বহুল প্রতীক্ষিত এই ঘোষণা বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে আয়োজিত ‘তথ্য অধিকার’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা শুধু কক্সবাজার নয়, বরং গোটা দেশের জন্যই গৌরবের বিষয়। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন দ্বার খুলবে এবং অর্থনীতি আরও গতিশীল হবে। বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক সংযোগ সুবিধাও উল্লেখযোগ্যভাবে বাড়বে।”

বেবিচক চেয়ারম্যান আরও জানান, চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ কার্গো হাব গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। বর্তমানে সীমিত পরিসরে কার্গো অপারেশন পরিচালিত হলেও অচিরেই পূর্ণাঙ্গ কার্গো সেবা চালু হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

তথ্য অধিকার আইন প্রসঙ্গে তিনি বলেন, “তথ্য অধিকার আইন জনগণের জন্য তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিত করে। সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় এই আইনের যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি। দুর্নীতি রোধ ও সুশাসন প্রতিষ্ঠায় এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

দিনব্যাপী কর্মশালায় কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। সেখানে তথ্য অধিকার আইনের নীতিমালা, প্রয়োগ ও বাস্তবতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মশালা শেষে বেবিচক চেয়ারম্যান বিমানবন্দরের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।