ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: একদিনে ৩২ জন আক্রান্ত ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু গাজায় অনাহারে ৩৫ দিনের শিশুর মৃত্যু, ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৬ ২০ বছর কোমায় থাকার পর সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’ মারা গেলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নির্বাহী সভা অনুষ্ঠিত ইরানে ধ/র্ষ/ণে/র দায়ে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর শ্রমিকদের কঠোর পরিশ্রম ও অবদানে দেশ এগিয়ে যাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আগামী দিনের লক্ষ্য: জামায়াত আমির মানবাধিকারের পক্ষে থাকুন, ঘেটো বানাবেন না: তথ্য উপদেষ্টা

আমদানি পণ্যে ট্রাম্পের আরোপিত শুল্ক স্থগিত করল মার্কিন আদালত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 29

ছবি: সংগৃহীত

 

বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিত করেছেন দেশটির একটি আদালত। নিউইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য আদালত বুধবার (২৮ মে) এই আদেশ দেন। খবর রয়টার্স।

আদালতের রায়ে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প পাল্টা শুল্ক আরোপের মাধ্যমে নিজের সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন। কংগ্রেসের অনুমোদন ছাড়া এই ধরনের শুল্ক আরোপের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।

এই শুল্ক আরোপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দুটি ভিন্ন পক্ষ আদালতে মামলা করে। একটি মামলা করে লিবার্টি জাস্টিস সেন্টার নামের একটি আইন বিষয়ক প্রতিষ্ঠান, অপরটি দায়ের করে যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য।

আন্তর্জাতিক বাণিজ্য আদালতের তিন সদস্যের বিচারক প্যানেল বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান কংগ্রেসকে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের বিশেষ ক্ষমতা দিয়েছে। রাষ্ট্রের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে প্রেসিডেন্ট এই ক্ষমতা নিজ ইচ্ছামতো ব্যবহার করতে পারেন না।

আদালতের এই আদেশের পর ট্রাম্প প্রশাসন পক্ষ থেকে আপিলের জন্য একটি নোটিশ জমা দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে হোয়াইট হাউস এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলার সামাজিক যোগাযোগমাধ্যমে আদালতের এই আদেশের কড়া সমালোচনা করে লেখেন, “বিচারব্যবস্থা এখন অভ্যুত্থান নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।”

প্রসঙ্গত, গত ২ এপ্রিল ট্রাম্প প্রশাসন বিশ্বের প্রায় সব দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে। বাণিজ্য ঘাটতি মোকাবিলার যুক্তি দেখিয়ে ট্রাম্প আরও কিছু দেশে উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন, যা বিশ্ব বাজারে অস্থিরতা সৃষ্টি করে।

পরবর্তীতে বিশ্বজুড়ে প্রতিক্রিয়ার মুখে চীন ছাড়া বাকি সব দেশের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন তিনি। এই সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে বাণিজ্য ইস্যু সমাধানে চেষ্টা চালিয়ে যায় ট্রাম্প প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আমদানি পণ্যে ট্রাম্পের আরোপিত শুল্ক স্থগিত করল মার্কিন আদালত

আপডেট সময় ১০:৫০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

 

বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিত করেছেন দেশটির একটি আদালত। নিউইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য আদালত বুধবার (২৮ মে) এই আদেশ দেন। খবর রয়টার্স।

আদালতের রায়ে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প পাল্টা শুল্ক আরোপের মাধ্যমে নিজের সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন। কংগ্রেসের অনুমোদন ছাড়া এই ধরনের শুল্ক আরোপের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।

এই শুল্ক আরোপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দুটি ভিন্ন পক্ষ আদালতে মামলা করে। একটি মামলা করে লিবার্টি জাস্টিস সেন্টার নামের একটি আইন বিষয়ক প্রতিষ্ঠান, অপরটি দায়ের করে যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য।

আন্তর্জাতিক বাণিজ্য আদালতের তিন সদস্যের বিচারক প্যানেল বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান কংগ্রেসকে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের বিশেষ ক্ষমতা দিয়েছে। রাষ্ট্রের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে প্রেসিডেন্ট এই ক্ষমতা নিজ ইচ্ছামতো ব্যবহার করতে পারেন না।

আদালতের এই আদেশের পর ট্রাম্প প্রশাসন পক্ষ থেকে আপিলের জন্য একটি নোটিশ জমা দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে হোয়াইট হাউস এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলার সামাজিক যোগাযোগমাধ্যমে আদালতের এই আদেশের কড়া সমালোচনা করে লেখেন, “বিচারব্যবস্থা এখন অভ্যুত্থান নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।”

প্রসঙ্গত, গত ২ এপ্রিল ট্রাম্প প্রশাসন বিশ্বের প্রায় সব দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে। বাণিজ্য ঘাটতি মোকাবিলার যুক্তি দেখিয়ে ট্রাম্প আরও কিছু দেশে উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন, যা বিশ্ব বাজারে অস্থিরতা সৃষ্টি করে।

পরবর্তীতে বিশ্বজুড়ে প্রতিক্রিয়ার মুখে চীন ছাড়া বাকি সব দেশের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন তিনি। এই সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে বাণিজ্য ইস্যু সমাধানে চেষ্টা চালিয়ে যায় ট্রাম্প প্রশাসন।