ঢাকা ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
টক-মিষ্টি তেঁতুল: পাহাড়ের অর্থনীতির নতুন দিগন্ত, স্থানীয়দের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন টেকনাফে সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা, কৃষকদের স্বপ্ন তেল উৎপাদন ঢাকার সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়: নাম চূড়ান্ত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর তাণ্ডব: নিহত ৩৪, বহু ঘরবাড়ি বিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতি আলোচনা: ইসরায়েলি প্রতিনিধি দলকে প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৩১, হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান রাশিয়ার লাকসামে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ৫ স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই  আমাদের লক্ষ্য: সিইসি  ভয়েস অব আমেরিকার ভবিষ্যৎ অনিশ্চিত: ১,৩০০-এর বেশি কর্মী ছাঁটাই আবরার হত্যার রায় ছাত্র রাজনীতির ভবিষ্যতের জন্য শক্তিশালী সতর্কবার্তা: অ্যাটর্নি জেনারেল

ঢাকার সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়: নাম চূড়ান্ত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

ঢাকার সরকারি সাত কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবে নতুন নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ)। রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে এক সভায় ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে শিক্ষার্থী সূত্রে জানা গেছে।

সভা শেষে ইউজিসির সচিব ড. ফখরুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রস্তাবিত নামগুলোর মধ্য থেকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি চূড়ান্ত করা হয়েছে। এখন এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর উপদেষ্টা পরিষদে পাস হলে এবং রাষ্ট্রপতির সম্মতিসূচক অধ্যাদেশ জারি হলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পাবে এই বিশ্ববিদ্যালয়।

ঢাকার সাত সরকারি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। কিন্তু একাধিক সমস্যার কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছিলেন। সাত কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কিন্তু পরবর্তীতে প্রশাসনিক জটিলতা, একাডেমিক কার্যক্রমে বিলম্ব এবং বিভিন্ন অসংগতি নিয়ে শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেন। এসব সমস্যার সমাধানে গত বছরের অক্টোবর থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করে এবং ডিসেম্বর মাসে একটি বিশেষ কমিটি গঠন করা হয়।

তিন মাসেরও বেশি সময় ধরে কমিটি সম্ভাব্যতা যাচাই, ক্যাম্পাস পরিদর্শন, পৃথকীকরণের রূপরেখা প্রণয়ন এবং শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে। পরবর্তীতে ইউজিসি ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য নামের প্রস্তাব আহ্বান করে।

দীর্ঘ প্রতীক্ষার পর আলাদা বিশ্ববিদ্যালয়ের ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার করেছে। এখন কেবল সরকারিভাবে অনুমোদন পেলেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
৫০১ বার পড়া হয়েছে

ঢাকার সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়: নাম চূড়ান্ত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

আপডেট সময় ০৪:৪৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

 

ঢাকার সরকারি সাত কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবে নতুন নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ)। রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে এক সভায় ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে শিক্ষার্থী সূত্রে জানা গেছে।

সভা শেষে ইউজিসির সচিব ড. ফখরুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রস্তাবিত নামগুলোর মধ্য থেকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি চূড়ান্ত করা হয়েছে। এখন এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর উপদেষ্টা পরিষদে পাস হলে এবং রাষ্ট্রপতির সম্মতিসূচক অধ্যাদেশ জারি হলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পাবে এই বিশ্ববিদ্যালয়।

ঢাকার সাত সরকারি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। কিন্তু একাধিক সমস্যার কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছিলেন। সাত কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কিন্তু পরবর্তীতে প্রশাসনিক জটিলতা, একাডেমিক কার্যক্রমে বিলম্ব এবং বিভিন্ন অসংগতি নিয়ে শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেন। এসব সমস্যার সমাধানে গত বছরের অক্টোবর থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করে এবং ডিসেম্বর মাসে একটি বিশেষ কমিটি গঠন করা হয়।

তিন মাসেরও বেশি সময় ধরে কমিটি সম্ভাব্যতা যাচাই, ক্যাম্পাস পরিদর্শন, পৃথকীকরণের রূপরেখা প্রণয়ন এবং শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে। পরবর্তীতে ইউজিসি ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য নামের প্রস্তাব আহ্বান করে।

দীর্ঘ প্রতীক্ষার পর আলাদা বিশ্ববিদ্যালয়ের ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার করেছে। এখন কেবল সরকারিভাবে অনুমোদন পেলেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।