ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের জন্য সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার, স্বাস্থ্যসেবায় নেওয়া হবে নতুন উদ্যোগ: রিজওয়ানা বিশ্ব বাণিজ্য পথের নিয়ন্ত্রণে ট্রাম্পের নতুন কৌশল ইবি উপাচার্য কার্যালয়ে উত্তেজনা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন মুখ, শপথ নিচ্ছেন অধ্যাপক সি আর আবরার ঈদে ৩ নায়কের বক্স অফিসের লড়াই: শাকিব, নিশো ও সিয়ামের শক্তিশালী প্রত্যাবর্তন অবৈধ শিক্ষক নিয়োগ: যবিপ্রবির সাবেক দুই ভিসিসহ চার শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা বাংলাদেশের পোশাক রপ্তানিতে উল্লখযোগ্য প্রবৃদ্ধি, অগ্রসর অন্যান্য খাতও ২৬/১১ মুম্বাই হামলার অভিযুক্ত তাহাব্বুর রানা ভারতে প্রত্যর্পণের পথে, যুক্তরাষ্ট্রের সম্মতি পতেঙ্গা রিং রোডে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১২, মামলা দায়েরঃ রাষ্ট্র মন্ত্রণালয়

ইবি উপাচার্য কার্যালয়ে উত্তেজনা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য কার্যালয়ে তীব্র হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়েছে, যেখানে আওয়ামী ফ্যাসিস্টদের অপসারণের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং শিক্ষকরা একত্রিত হন। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে প্রক্টর ও উপ-উপাচার্যের মধ্যে সংঘর্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এর আগেই, শাখা ছাত্রদল উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেয়।

হট্টগোলের সময়ে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্রদলের সঙ্গে তর্কে জড়ান। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক পদ থেকে ফ্যাসিস্টদের অপসারণ করতে হবে।

দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের কার্যালয়ের সামনে প্রতিবাদ শুরু হয়, যেখানে বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারী ও শাখা ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন। এর পর, ছাত্রদলের নেতারা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে ভিতরে প্রবেশ করেন।

এই পরিস্থিতির মধ্যেই উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী এবং প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানের মধ্যে তর্ক বাধে। এ সময়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন, তবে ছাত্রদল কর্মীরা তাদের বাধা দেন। পরে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট ও ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ মধ্যে তর্ক হয়।

এদিকে, উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী অভিযোগ করেন, উপাচার্য কার্যালয়ে এক জুনিয়র শিক্ষক তার সঙ্গে অসদাচরণ করেছেন। তিনি এর বিচার না হলে অন্য ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। অপরদিকে, উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং উভয়পক্ষের মধ্যে সমঝোতা করা হবে, তবে তদন্ত কমিটি গঠন করা হবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ ঘটনায় জড়িতদের বিচার না হলে ৪৮ ঘণ্টার মধ্যে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
৫০৩ বার পড়া হয়েছে

ইবি উপাচার্য কার্যালয়ে উত্তেজনা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

আপডেট সময় ০৫:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য কার্যালয়ে তীব্র হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়েছে, যেখানে আওয়ামী ফ্যাসিস্টদের অপসারণের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং শিক্ষকরা একত্রিত হন। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে প্রক্টর ও উপ-উপাচার্যের মধ্যে সংঘর্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এর আগেই, শাখা ছাত্রদল উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেয়।

হট্টগোলের সময়ে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্রদলের সঙ্গে তর্কে জড়ান। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক পদ থেকে ফ্যাসিস্টদের অপসারণ করতে হবে।

দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের কার্যালয়ের সামনে প্রতিবাদ শুরু হয়, যেখানে বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারী ও শাখা ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন। এর পর, ছাত্রদলের নেতারা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে ভিতরে প্রবেশ করেন।

এই পরিস্থিতির মধ্যেই উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী এবং প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানের মধ্যে তর্ক বাধে। এ সময়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন, তবে ছাত্রদল কর্মীরা তাদের বাধা দেন। পরে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট ও ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ মধ্যে তর্ক হয়।

এদিকে, উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী অভিযোগ করেন, উপাচার্য কার্যালয়ে এক জুনিয়র শিক্ষক তার সঙ্গে অসদাচরণ করেছেন। তিনি এর বিচার না হলে অন্য ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। অপরদিকে, উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং উভয়পক্ষের মধ্যে সমঝোতা করা হবে, তবে তদন্ত কমিটি গঠন করা হবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ ঘটনায় জড়িতদের বিচার না হলে ৪৮ ঘণ্টার মধ্যে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দিয়েছে।