১১:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হচ্ছে, কোনো চাপে নয় : মৎস্য উপদেষ্টা স্থায়ীভাবে পরমাণু রাষ্ট্র ঘোষণা উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্রের অনুপ্রবেশের ব্যাপারে তথ্য দেওয়ার আহ্বান বিজিবির তুরস্ক নিজস্ব পারমাণবিক রিঅ্যাক্টর উন্নয়নের জন্য আনুষ্ঠানিক আহ্বান জানালো আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে আটক ৪ দালালের কারাদণ্ড বাগেরহাটে চার আসন রক্ষার দাবিতে তিন দিনের হরতাল শুরু ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ৫৩, খাদ্য সংকটে নিঃশেষ হচ্ছে প্রাণ আজ থেকে পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ ভাঙ্গার অবরোধ তুলে নিতে সময় বেঁধে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: দাবি না মানা পর্যন্ত চলবে বিক্ষোভ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 58

ছবি সংগৃহীত

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ব্যাপক বিক্ষোভ ও কর্মবিরতি শুরু হয়েছে। রবিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি অব্যাহত থাকবে, যতক্ষণ না তাদের দাবিগুলি পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়া হয়। ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই প্রতিবাদমূলক কর্মসূচি চলছে।

ইন্টার্ন চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে, হাসপাতালের কর্মপরিবেশের উন্নতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং তাদেরকে আরও সম্মানজনক দেওয়া। এছাড়া, চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ ও পরামর্শের সুবিধা বৃদ্ধির জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন। কর্মবিরতির ফলে হাসপাতালের চিকিৎসা সেবা সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন পরিস্থিতি মোকাবিলার জন্য তৎপরতা বাড়িয়েছে, তবে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে কোনো সমঝোতার সুরাহা না হলে আন্দোলন আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তারা বলেন, “আমরা আশা করছি, দ্রুত প্রশাসন আমাদের দাবি মেনে নেবে। এক্ষেত্রে যদি আমাদের দাবি পূর্ণাঙ্গভাবে মেনে না নেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।”

এখনো পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা সেবা চালু থাকলেও অন্যান্য বিভাগে স্বাভাবিক সেবা ব্যাহত হতে পারে। রাজশাহীর জনগণ এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: দাবি না মানা পর্যন্ত চলবে বিক্ষোভ

আপডেট সময় ০৭:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ব্যাপক বিক্ষোভ ও কর্মবিরতি শুরু হয়েছে। রবিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি অব্যাহত থাকবে, যতক্ষণ না তাদের দাবিগুলি পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়া হয়। ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই প্রতিবাদমূলক কর্মসূচি চলছে।

ইন্টার্ন চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে, হাসপাতালের কর্মপরিবেশের উন্নতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং তাদেরকে আরও সম্মানজনক দেওয়া। এছাড়া, চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ ও পরামর্শের সুবিধা বৃদ্ধির জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন। কর্মবিরতির ফলে হাসপাতালের চিকিৎসা সেবা সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন পরিস্থিতি মোকাবিলার জন্য তৎপরতা বাড়িয়েছে, তবে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে কোনো সমঝোতার সুরাহা না হলে আন্দোলন আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তারা বলেন, “আমরা আশা করছি, দ্রুত প্রশাসন আমাদের দাবি মেনে নেবে। এক্ষেত্রে যদি আমাদের দাবি পূর্ণাঙ্গভাবে মেনে না নেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।”

এখনো পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা সেবা চালু থাকলেও অন্যান্য বিভাগে স্বাভাবিক সেবা ব্যাহত হতে পারে। রাজশাহীর জনগণ এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে।