১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা আটকের পর যা বললেন গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: দাবি না মানা পর্যন্ত চলবে বিক্ষোভ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 99

ছবি সংগৃহীত

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ব্যাপক বিক্ষোভ ও কর্মবিরতি শুরু হয়েছে। রবিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি অব্যাহত থাকবে, যতক্ষণ না তাদের দাবিগুলি পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়া হয়। ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই প্রতিবাদমূলক কর্মসূচি চলছে।

ইন্টার্ন চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে, হাসপাতালের কর্মপরিবেশের উন্নতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং তাদেরকে আরও সম্মানজনক দেওয়া। এছাড়া, চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ ও পরামর্শের সুবিধা বৃদ্ধির জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন। কর্মবিরতির ফলে হাসপাতালের চিকিৎসা সেবা সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন পরিস্থিতি মোকাবিলার জন্য তৎপরতা বাড়িয়েছে, তবে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে কোনো সমঝোতার সুরাহা না হলে আন্দোলন আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তারা বলেন, “আমরা আশা করছি, দ্রুত প্রশাসন আমাদের দাবি মেনে নেবে। এক্ষেত্রে যদি আমাদের দাবি পূর্ণাঙ্গভাবে মেনে না নেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।”

এখনো পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা সেবা চালু থাকলেও অন্যান্য বিভাগে স্বাভাবিক সেবা ব্যাহত হতে পারে। রাজশাহীর জনগণ এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: দাবি না মানা পর্যন্ত চলবে বিক্ষোভ

আপডেট সময় ০৭:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ব্যাপক বিক্ষোভ ও কর্মবিরতি শুরু হয়েছে। রবিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি অব্যাহত থাকবে, যতক্ষণ না তাদের দাবিগুলি পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়া হয়। ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই প্রতিবাদমূলক কর্মসূচি চলছে।

ইন্টার্ন চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে, হাসপাতালের কর্মপরিবেশের উন্নতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং তাদেরকে আরও সম্মানজনক দেওয়া। এছাড়া, চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ ও পরামর্শের সুবিধা বৃদ্ধির জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন। কর্মবিরতির ফলে হাসপাতালের চিকিৎসা সেবা সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন পরিস্থিতি মোকাবিলার জন্য তৎপরতা বাড়িয়েছে, তবে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে কোনো সমঝোতার সুরাহা না হলে আন্দোলন আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তারা বলেন, “আমরা আশা করছি, দ্রুত প্রশাসন আমাদের দাবি মেনে নেবে। এক্ষেত্রে যদি আমাদের দাবি পূর্ণাঙ্গভাবে মেনে না নেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।”

এখনো পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা সেবা চালু থাকলেও অন্যান্য বিভাগে স্বাভাবিক সেবা ব্যাহত হতে পারে। রাজশাহীর জনগণ এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে।