রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ রাতেই
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক আবেদন শেষ হচ্ছে আজ রাত ১১:৫৯টায়। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে, কারণ এর পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
ভর্তি আবেদন সংক্রান্ত তথ্য:
আবেদনের শেষ সময়: আজ রাত ১১:৫৯ মিনিট
আবেদন প্রক্রিয়া: বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (admission.ru.ac.bd) গিয়ে অনলাইনে আবেদন করা যাবে।
আবেদনের যোগ্যতা: শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্দিষ্ট জিপিএ স্কোর পূরণ করতে হবে।
পরবর্তী ধাপ: প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের পরবর্তীতে চূড়ান্ত আবেদন করতে হবে এবং নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষা দিতে হবে।
ভর্তি পরীক্ষা ও অন্যান্য তথ্য:
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণত তিনটি ইউনিটে (A, B, C) ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। আবেদনকারীদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে পরীক্ষার জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এখনই আবেদন নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে শেষ মুহূর্তে কোনো কারিগরি সমস্যার কারণে আবেদন করা ব্যাহত না হয়।