ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আবাসন ভাতাসহ তিন দাবিতে জবি ছাত্রদলের মানববন্ধন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতাসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দাবিগুলো হলো:

১. মন্ত্রণালয়ের আশ্বাস মোতাবেক শিক্ষার্থীদের জন্য ৭০ শতাংশ আবাসন ভাতা প্রদান বাস্তবায়ন,
২. ছাত্রলীগের নেতাকর্মী ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের বিচারের আওতায় আনা,
৩. দ্রুত জকসুর নীতিমালা প্রণয়নসহ কার্যক্রম সম্পন্ন করা।

মানববন্ধনে বক্তারা বলেন, আবাসন ভাতা নিশ্চিত করা ছাড়া জকসু নির্বাচন শিক্ষার্থীদের কল্যাণ বয়ে আনবে না। তারা অভিযোগ করেন, “কিছু সংগঠন কেবল জকসুকে কেন্দ্র করে আন্দোলন করছে; অথচ আবাসন ভাতার দাবিতে তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।”

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ছাত্রদল জকসু নির্বাচনের বিপক্ষে নয়। তবে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে গণহত্যাকারী শিক্ষক-কর্মকর্তা রয়েছেন এবং যাদের ভোটার হবে ছাত্রলীগের হামলাকারীরা—সেই নির্বাচনে শিক্ষার্থীদের কল্যাণ সম্ভব নয়। আমরা চাই আগে আবাসন ভাতা নিশ্চিত হোক।”

তিনি আরও বলেন, “আমরা চাইলে পরশুদিনই জকসু নির্বাচন হোক। তবে তার আগে ছাত্রলীগের বিচার ও শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো।”

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল হক বলেন, “প্রশাসনের একটি অংশ শিক্ষার্থীদের আবাসন ভাতা দিতে চায় না। সময়মতো ভাতা বাস্তবায়ন না হলে আমরাও প্রশাসনিক ভবনে তালা দেবো।”

এসময় আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মুস্তাফিজুর রহমান (রুমি), শাহরিয়ার আহমেদ, রবিউল আউয়াল, নাহিয়ান বিন অনিক, রাশেদ আমিন, সাখাওয়াত ইসলাম পরাগ, রাসেল মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আবাসন ভাতাসহ তিন দাবিতে জবি ছাত্রদলের মানববন্ধন

আপডেট সময় ০৯:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

 

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতাসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দাবিগুলো হলো:

১. মন্ত্রণালয়ের আশ্বাস মোতাবেক শিক্ষার্থীদের জন্য ৭০ শতাংশ আবাসন ভাতা প্রদান বাস্তবায়ন,
২. ছাত্রলীগের নেতাকর্মী ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের বিচারের আওতায় আনা,
৩. দ্রুত জকসুর নীতিমালা প্রণয়নসহ কার্যক্রম সম্পন্ন করা।

মানববন্ধনে বক্তারা বলেন, আবাসন ভাতা নিশ্চিত করা ছাড়া জকসু নির্বাচন শিক্ষার্থীদের কল্যাণ বয়ে আনবে না। তারা অভিযোগ করেন, “কিছু সংগঠন কেবল জকসুকে কেন্দ্র করে আন্দোলন করছে; অথচ আবাসন ভাতার দাবিতে তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।”

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ছাত্রদল জকসু নির্বাচনের বিপক্ষে নয়। তবে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে গণহত্যাকারী শিক্ষক-কর্মকর্তা রয়েছেন এবং যাদের ভোটার হবে ছাত্রলীগের হামলাকারীরা—সেই নির্বাচনে শিক্ষার্থীদের কল্যাণ সম্ভব নয়। আমরা চাই আগে আবাসন ভাতা নিশ্চিত হোক।”

তিনি আরও বলেন, “আমরা চাইলে পরশুদিনই জকসু নির্বাচন হোক। তবে তার আগে ছাত্রলীগের বিচার ও শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো।”

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল হক বলেন, “প্রশাসনের একটি অংশ শিক্ষার্থীদের আবাসন ভাতা দিতে চায় না। সময়মতো ভাতা বাস্তবায়ন না হলে আমরাও প্রশাসনিক ভবনে তালা দেবো।”

এসময় আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মুস্তাফিজুর রহমান (রুমি), শাহরিয়ার আহমেদ, রবিউল আউয়াল, নাহিয়ান বিন অনিক, রাশেদ আমিন, সাখাওয়াত ইসলাম পরাগ, রাসেল মিয়া প্রমুখ।