০৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

বিদ্যুৎ সাশ্রয়ে এসির তাপমাত্রা নির্ধারণ: সরকারি নির্দেশনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 87

ছবি সংগৃহীত

 

বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের লক্ষ্যে সরকারি-বেসরকারি দপ্তর ও গৃহস্থালিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ন্যূনতম ২৫ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণের পরামর্শ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীনের সই করা এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, এবছর রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একসঙ্গে শুরু হচ্ছে, যা বিদ্যুতের চাহিদা কয়েকগুণ বাড়িয়ে দেবে। ফলে আগাম প্রস্তুতি হিসেবে বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা জরুরি। গবেষণা অনুযায়ী, এসির থার্মোস্ট্যাট ২৫ ডিগ্রি বা তার বেশি রাখলে বিদ্যুতের ব্যয় অনেকাংশে কমানো সম্ভব।

বিজ্ঞাপন

সরকারি নির্দেশনা অনুযায়ী:

১. সকল সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে এসির তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি রাখতে হবে।
২. বাণিজ্য মন্ত্রণালয়কে ব্যবসায়িক সংগঠনের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে অবহিত করতে বলা হয়েছে।
৩. সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এনজিও বিষয়ক ব্যুরোকে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে সচেতন করতে অনুরোধ জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিদ্যুতের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা না গেলে লোডশেডিং ও বিদ্যুৎ ঘাটতির মতো সমস্যার সম্মুখীন হতে হতে পারে দেশ। তাই সবার সচেতনতা ও দায়িত্বশীল ব্যবহারই বিদ্যুৎ সাশ্রয়ে মূল চাবিকাঠি।

সরকারের এই নির্দেশনা যথাযথ বাস্তবায়ন করা হলে বিদ্যুৎ চাহিদার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজটি শেয়ার করুন

বিদ্যুৎ সাশ্রয়ে এসির তাপমাত্রা নির্ধারণ: সরকারি নির্দেশনা

আপডেট সময় ০৪:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

 

বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের লক্ষ্যে সরকারি-বেসরকারি দপ্তর ও গৃহস্থালিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ন্যূনতম ২৫ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণের পরামর্শ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীনের সই করা এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, এবছর রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একসঙ্গে শুরু হচ্ছে, যা বিদ্যুতের চাহিদা কয়েকগুণ বাড়িয়ে দেবে। ফলে আগাম প্রস্তুতি হিসেবে বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা জরুরি। গবেষণা অনুযায়ী, এসির থার্মোস্ট্যাট ২৫ ডিগ্রি বা তার বেশি রাখলে বিদ্যুতের ব্যয় অনেকাংশে কমানো সম্ভব।

বিজ্ঞাপন

সরকারি নির্দেশনা অনুযায়ী:

১. সকল সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে এসির তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি রাখতে হবে।
২. বাণিজ্য মন্ত্রণালয়কে ব্যবসায়িক সংগঠনের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে অবহিত করতে বলা হয়েছে।
৩. সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এনজিও বিষয়ক ব্যুরোকে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে সচেতন করতে অনুরোধ জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিদ্যুতের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা না গেলে লোডশেডিং ও বিদ্যুৎ ঘাটতির মতো সমস্যার সম্মুখীন হতে হতে পারে দেশ। তাই সবার সচেতনতা ও দায়িত্বশীল ব্যবহারই বিদ্যুৎ সাশ্রয়ে মূল চাবিকাঠি।

সরকারের এই নির্দেশনা যথাযথ বাস্তবায়ন করা হলে বিদ্যুৎ চাহিদার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে।