ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিনসিনাটির কাছে ইন্টার মায়ামির পরাজয়, থেমে গেল মেসিদের জয়রথ ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫০, আহত বহু মোহাম্মদপুরে গুলি ও পিটিয়ে দুইজনকে হত্যা, আটক ২ জন গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় ১৪ জন আটক, মামলা প্রস্তুতিতে পুলিশ গাজা সংকটে আশার বার্তা দিলেন ট্রাম্প, আলোচনায় অগ্রগতির ইঙ্গিত গোপালগঞ্জ জেলায় স্থগিত আজকের এইচএসসি পরীক্ষা চিকিৎসাবিজ্ঞানে মাইলফলক: তিন ডিএনএর সমন্বয়ে ৮ শিশুর জন্ম, জিনগত ব্যাধির সমাধান বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩০ বিলিয়নের ঘরে, স্বস্তি রেমিট্যান্সেও নিউ ইয়র্কে ইতিহাসের বৃহত্তম মঙ্গল গ্রহের পাথর ৪.৩ মিলিয়ন ডলারে বিক্রি শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুৎ সাশ্রয়ে এসির তাপমাত্রা নির্ধারণ: সরকারি নির্দেশনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 63

ছবি সংগৃহীত

 

বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের লক্ষ্যে সরকারি-বেসরকারি দপ্তর ও গৃহস্থালিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ন্যূনতম ২৫ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণের পরামর্শ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীনের সই করা এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, এবছর রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একসঙ্গে শুরু হচ্ছে, যা বিদ্যুতের চাহিদা কয়েকগুণ বাড়িয়ে দেবে। ফলে আগাম প্রস্তুতি হিসেবে বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা জরুরি। গবেষণা অনুযায়ী, এসির থার্মোস্ট্যাট ২৫ ডিগ্রি বা তার বেশি রাখলে বিদ্যুতের ব্যয় অনেকাংশে কমানো সম্ভব।

সরকারি নির্দেশনা অনুযায়ী:

১. সকল সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে এসির তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি রাখতে হবে।
২. বাণিজ্য মন্ত্রণালয়কে ব্যবসায়িক সংগঠনের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে অবহিত করতে বলা হয়েছে।
৩. সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এনজিও বিষয়ক ব্যুরোকে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে সচেতন করতে অনুরোধ জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিদ্যুতের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা না গেলে লোডশেডিং ও বিদ্যুৎ ঘাটতির মতো সমস্যার সম্মুখীন হতে হতে পারে দেশ। তাই সবার সচেতনতা ও দায়িত্বশীল ব্যবহারই বিদ্যুৎ সাশ্রয়ে মূল চাবিকাঠি।

সরকারের এই নির্দেশনা যথাযথ বাস্তবায়ন করা হলে বিদ্যুৎ চাহিদার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজটি শেয়ার করুন

বিদ্যুৎ সাশ্রয়ে এসির তাপমাত্রা নির্ধারণ: সরকারি নির্দেশনা

আপডেট সময় ০৪:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

 

বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের লক্ষ্যে সরকারি-বেসরকারি দপ্তর ও গৃহস্থালিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ন্যূনতম ২৫ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণের পরামর্শ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীনের সই করা এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, এবছর রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একসঙ্গে শুরু হচ্ছে, যা বিদ্যুতের চাহিদা কয়েকগুণ বাড়িয়ে দেবে। ফলে আগাম প্রস্তুতি হিসেবে বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা জরুরি। গবেষণা অনুযায়ী, এসির থার্মোস্ট্যাট ২৫ ডিগ্রি বা তার বেশি রাখলে বিদ্যুতের ব্যয় অনেকাংশে কমানো সম্ভব।

সরকারি নির্দেশনা অনুযায়ী:

১. সকল সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে এসির তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি রাখতে হবে।
২. বাণিজ্য মন্ত্রণালয়কে ব্যবসায়িক সংগঠনের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে অবহিত করতে বলা হয়েছে।
৩. সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এনজিও বিষয়ক ব্যুরোকে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে সচেতন করতে অনুরোধ জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিদ্যুতের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা না গেলে লোডশেডিং ও বিদ্যুৎ ঘাটতির মতো সমস্যার সম্মুখীন হতে হতে পারে দেশ। তাই সবার সচেতনতা ও দায়িত্বশীল ব্যবহারই বিদ্যুৎ সাশ্রয়ে মূল চাবিকাঠি।

সরকারের এই নির্দেশনা যথাযথ বাস্তবায়ন করা হলে বিদ্যুৎ চাহিদার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে।