০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 26

ছবি সংগৃহীত

 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আইসিসি ও বিসিবির মধ্যে শুরু হওয়া আলোচনায় শুরুতেই দেখা দিয়েছে জটিলতা। ভিসা না পাওয়ায় নির্ধারিত দুই সদস্যের আইসিসি প্রতিনিধিদলের একজন ঢাকায় আসতে পারেননি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দাবি, আইসিসির ওই কর্মকর্তা ভারতীয় নাগরিক হওয়ায় নির্ধারিত সময়ে বাংলাদেশের ভিসা পাননি। ফলে ১৭ জানুয়ারি ঢাকায় পৌঁছান শুধু আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ। আইসিসির পক্ষ থেকে এই সফরকে চলমান সংকট নিরসনের ‘শেষ চেষ্টা’ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিরাপত্তা ইস্যুই মূল বিরোধের কেন্দ্রবিন্দু। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকার ও বিসিবি ইতোমধ্যে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন করার জন্য।

সহকর্মীর অনুপস্থিতিতে পুরো আলোচনার দায়িত্ব এখন এককভাবে বহন করছেন অ্যান্ড্রু এফগ্রেভ। সাবেক ব্রিটিশ পুলিশ কর্মকর্তা এফগ্রেভ আন্তর্জাতিক ক্রীড়া নিরাপত্তা ব্যবস্থাপনায় অভিজ্ঞ হিসেবে পরিচিত। স্থানীয় একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি ভারতের মাটিতে বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করবেন।

আইসিসির একজন ভারতীয় নাগরিক কর্মকর্তার সময়মতো ভিসা না পাওয়া দুই দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও এ বিষয়ে আইসিসি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবে সংস্থাটির ভেতরে হতাশা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপ শুরু হতে এখন তিন সপ্তাহেরও কম সময় বাকি। এই সময়ের মধ্যেই সমাধানে পৌঁছাতে না পারলে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি

আপডেট সময় ০৫:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আইসিসি ও বিসিবির মধ্যে শুরু হওয়া আলোচনায় শুরুতেই দেখা দিয়েছে জটিলতা। ভিসা না পাওয়ায় নির্ধারিত দুই সদস্যের আইসিসি প্রতিনিধিদলের একজন ঢাকায় আসতে পারেননি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দাবি, আইসিসির ওই কর্মকর্তা ভারতীয় নাগরিক হওয়ায় নির্ধারিত সময়ে বাংলাদেশের ভিসা পাননি। ফলে ১৭ জানুয়ারি ঢাকায় পৌঁছান শুধু আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ। আইসিসির পক্ষ থেকে এই সফরকে চলমান সংকট নিরসনের ‘শেষ চেষ্টা’ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিরাপত্তা ইস্যুই মূল বিরোধের কেন্দ্রবিন্দু। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকার ও বিসিবি ইতোমধ্যে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন করার জন্য।

সহকর্মীর অনুপস্থিতিতে পুরো আলোচনার দায়িত্ব এখন এককভাবে বহন করছেন অ্যান্ড্রু এফগ্রেভ। সাবেক ব্রিটিশ পুলিশ কর্মকর্তা এফগ্রেভ আন্তর্জাতিক ক্রীড়া নিরাপত্তা ব্যবস্থাপনায় অভিজ্ঞ হিসেবে পরিচিত। স্থানীয় একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি ভারতের মাটিতে বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করবেন।

আইসিসির একজন ভারতীয় নাগরিক কর্মকর্তার সময়মতো ভিসা না পাওয়া দুই দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও এ বিষয়ে আইসিসি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবে সংস্থাটির ভেতরে হতাশা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপ শুরু হতে এখন তিন সপ্তাহেরও কম সময় বাকি। এই সময়ের মধ্যেই সমাধানে পৌঁছাতে না পারলে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।