ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
চরমোনাই মাহফিলে ইসলামী ঐক্যের আহ্বান, আগামী নির্বাচন নিয়ে কৌশল নির্ধারণ শের-ই-বাংলা মেডিকেল শাটডাউনের চতুর্থ দিন: সড়ক অবরোধে শিক্ষার্থীদের অনড় অবস্থান আমরা এখন আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী: ড. ইউনূস একুশে পদক ২০২৫: ১৮ গুণীজন ও এক দলকে সম্মাননা দিলেন প্রধান উপদেষ্টা রমজানে পণ্যের সংকট নেই, মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থ উপদেষ্টা শেয়ারবাজারে উত্থান: ডিএসই ও সিএসইতে সূচকের ইতিবাচক ধারা তীব্র গরম থেকে বাঁচতে কাজে দেবে যে ১০টি উপায় অ্যারিজোনায় মাঝ আকাশে আবারও উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ২ রোজা শুরুর আগেই ছোলার সরবরাহে স্বস্তি, দাম কমার আশা গরমে বিদ্যুৎ সংকট বাড়তে পারে, রোজার মাসে বাড়বে লোডশেডিং

উত্তরপ্রদেশে লাড্ডু উৎসবে মঞ্চ ভেঙে ৬ জনের প্রাণহানি, আহত অর্ধশতাধিক

খবরের কথা ডেস্ক

 

ভারতের উত্তরপ্রদেশে জৈন সম্প্রদায়ের বার্ষিক ‘লাড্ডু মহা-উৎসব’ পরিণত হলো মর্মান্তিক দুর্ঘটনায়। মঙ্গলবার বাগপত জেলার বারাউত এলাকায় লাড্ডু বিতরণের সময় ৬৫ ফুট উঁচু কাঠের মঞ্চ ধসে পড়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আদিনাথ মন্দির চত্বরে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি অস্থায়ী মঞ্চে লাড্ডু বিতরণের সময় অতিরিক্ত ভিড়ের চাপে মঞ্চটি হঠাৎ ভেঙে পড়ে। এতে মঞ্চের নিচে চাপা পড়েন বহু মানুষ। দুর্ঘটনার সময় হুড়োহুড়ি ও পদদলনের ঘটনায় আহতদের মধ্যে অনেকেই গুরুতর আঘাত পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘আদিনাথ নির্বাণ লাড্ডু’ উপলক্ষে প্রতিবছর এই উৎসব আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জৈন সম্প্রদায়ের ভক্তরা এতে অংশ নেন। মঙ্গলবারও ভক্তদের ঢল নেমেছিল মন্দির চত্বরে।

বাগপতের পুলিশ প্রধান অর্পিত বিজয়ভাগারজিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহতদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
৫২৪ বার পড়া হয়েছে

উত্তরপ্রদেশে লাড্ডু উৎসবে মঞ্চ ভেঙে ৬ জনের প্রাণহানি, আহত অর্ধশতাধিক

আপডেট সময় ০৩:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

 

ভারতের উত্তরপ্রদেশে জৈন সম্প্রদায়ের বার্ষিক ‘লাড্ডু মহা-উৎসব’ পরিণত হলো মর্মান্তিক দুর্ঘটনায়। মঙ্গলবার বাগপত জেলার বারাউত এলাকায় লাড্ডু বিতরণের সময় ৬৫ ফুট উঁচু কাঠের মঞ্চ ধসে পড়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আদিনাথ মন্দির চত্বরে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি অস্থায়ী মঞ্চে লাড্ডু বিতরণের সময় অতিরিক্ত ভিড়ের চাপে মঞ্চটি হঠাৎ ভেঙে পড়ে। এতে মঞ্চের নিচে চাপা পড়েন বহু মানুষ। দুর্ঘটনার সময় হুড়োহুড়ি ও পদদলনের ঘটনায় আহতদের মধ্যে অনেকেই গুরুতর আঘাত পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘আদিনাথ নির্বাণ লাড্ডু’ উপলক্ষে প্রতিবছর এই উৎসব আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জৈন সম্প্রদায়ের ভক্তরা এতে অংশ নেন। মঙ্গলবারও ভক্তদের ঢল নেমেছিল মন্দির চত্বরে।

বাগপতের পুলিশ প্রধান অর্পিত বিজয়ভাগারজিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহতদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।