০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

ঈদযাত্রায় তিনস্তরের নিরাপত্তা, মাঠে র‍্যাবের বিশেষ টিম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 140

ছবি: সংগৃহীত

 

আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে রাজধানীজুড়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৭ মার্চ) গাবতলী বাস টার্মিনালে অবস্থিত র‍্যাব-৪ এর কন্ট্রোল রুম থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম।

বিজ্ঞাপন

তিনি জানান, রাস্তাঘাটে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে র‍্যাব সদস্যরা মাঠে রয়েছে। নিরাপত্তার প্রথম স্তরে ২৪টি টহল টিম মোতায়েন করা হয়েছে, যারা ব্যস্ত মহাসড়ক ও টার্মিনালে নিয়মিত নজরদারি করবে। দ্বিতীয় স্তরে সাদা পোশাকে র‍্যাব সদস্যরা ছিনতাইকারী ও মলমপার্টির মতো অপরাধীদের ধরতে কাজ করছেন। আর তৃতীয় স্তরে রয়েছে মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট, যা যেকোনো অপরাধ বা অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সক্ষম।

গাড়ি ভাড়া নিয়ে অতিরিক্ত আদায় বা ভাড়া সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থাও থাকবে বলে জানান র‍্যাব কর্মকর্তা।

এছাড়াও রাজধানীর গুরুত্বপূর্ণ শপিংমল ও বাস টার্মিনালগুলোতে বিশেষ টহল চালানো হচ্ছে। যাত্রাপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের গোয়েন্দা ইউনিটও কাজ করছে।

তিনি বলেন, “যাত্রা শুরুর আগে ঘরের নিরাপত্তা নিশ্চিত করুন। আর পথে কোনো অচেনা ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকুন। এ ধরনের অসাবধানতা বিপদ ডেকে আনতে পারে।”

প্রতিবার ঈদযাত্রা ঘিরে যেমন জনস্রোত তৈরি হয়, ঠিক তেমনি সক্রিয় হয়ে ওঠে বিভিন্ন অপরাধীচক্র। তবে এবার তাদের দমন করতেই র‍্যাব নিয়েছে কঠোর প্রস্তুতি।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে লে. কর্নেল মাহবুব আলম বলেন, “আপনাদের নিরাপদ ঈদযাত্রাই আমাদের অগ্রাধিকার। কোনো অনিয়ম বা সন্দেহজনক কিছু দেখলেই নিকটস্থ র‍্যাব সদস্যকে জানান।”

এই মহাপ্রস্তুতির ফলে এবারের ঈদযাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ঈদযাত্রায় তিনস্তরের নিরাপত্তা, মাঠে র‍্যাবের বিশেষ টিম

আপডেট সময় ১২:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

 

আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে রাজধানীজুড়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৭ মার্চ) গাবতলী বাস টার্মিনালে অবস্থিত র‍্যাব-৪ এর কন্ট্রোল রুম থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম।

বিজ্ঞাপন

তিনি জানান, রাস্তাঘাটে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে র‍্যাব সদস্যরা মাঠে রয়েছে। নিরাপত্তার প্রথম স্তরে ২৪টি টহল টিম মোতায়েন করা হয়েছে, যারা ব্যস্ত মহাসড়ক ও টার্মিনালে নিয়মিত নজরদারি করবে। দ্বিতীয় স্তরে সাদা পোশাকে র‍্যাব সদস্যরা ছিনতাইকারী ও মলমপার্টির মতো অপরাধীদের ধরতে কাজ করছেন। আর তৃতীয় স্তরে রয়েছে মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট, যা যেকোনো অপরাধ বা অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সক্ষম।

গাড়ি ভাড়া নিয়ে অতিরিক্ত আদায় বা ভাড়া সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থাও থাকবে বলে জানান র‍্যাব কর্মকর্তা।

এছাড়াও রাজধানীর গুরুত্বপূর্ণ শপিংমল ও বাস টার্মিনালগুলোতে বিশেষ টহল চালানো হচ্ছে। যাত্রাপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের গোয়েন্দা ইউনিটও কাজ করছে।

তিনি বলেন, “যাত্রা শুরুর আগে ঘরের নিরাপত্তা নিশ্চিত করুন। আর পথে কোনো অচেনা ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকুন। এ ধরনের অসাবধানতা বিপদ ডেকে আনতে পারে।”

প্রতিবার ঈদযাত্রা ঘিরে যেমন জনস্রোত তৈরি হয়, ঠিক তেমনি সক্রিয় হয়ে ওঠে বিভিন্ন অপরাধীচক্র। তবে এবার তাদের দমন করতেই র‍্যাব নিয়েছে কঠোর প্রস্তুতি।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে লে. কর্নেল মাহবুব আলম বলেন, “আপনাদের নিরাপদ ঈদযাত্রাই আমাদের অগ্রাধিকার। কোনো অনিয়ম বা সন্দেহজনক কিছু দেখলেই নিকটস্থ র‍্যাব সদস্যকে জানান।”

এই মহাপ্রস্তুতির ফলে এবারের ঈদযাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।