০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার সরব অংশগ্রহণ, পাঠানো হলো আরও ৩০০০ সৈন্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 149

ছবি: সংগৃহীত

 

উত্তর কোরিয়া এ বছর আরও তিন হাজার সেনা রাশিয়ায় পাঠিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। ইউক্রেন যুদ্ধের মাঠে মস্কোকে সহায়তা করতে ক্ষেপণাস্ত্র, কামান ও গোলাবারুদ সরবরাহও অব্যাহত রেখেছে পিয়ংইয়ং।

সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) বৃহস্পতিবার জানায়, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে উত্তর কোরিয়া এই অতিরিক্ত সেনা পাঠিয়েছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে। আগে পাঠানো প্রায় ১১ হাজার সেনার মধ্যে চার হাজার জন নিহত বা আহত হয়েছে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন

রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে আরও ঘনিষ্ঠ হয়েছে। গত বছর ভ্লাদিমির পুতিনের পিয়ংইয়ং সফরের সময় দুই দেশের মধ্যে একটি সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে পারস্পরিক প্রতিরক্ষার প্রতিশ্রুতিও ছিল।

জেসিএসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়া রাশিয়ায় বিপুল পরিমাণ স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (SRBM), ১৭০ মিমি স্ব-চালিত বন্দুকের প্রায় ২২০টি ইউনিট এবং ২৪০ মিমি মাল্টিপল রকেট লঞ্চার সরবরাহ করেছে।

এদিকে, আজ বৃহস্পতিবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (KCNA) জানিয়েছে, কিম জং উন এআই প্রযুক্তিনির্ভর নতুন আত্মঘাতী ও গোয়েন্দা ড্রোনের সফল পরীক্ষার তদারকি করেছেন। এগুলো স্থল ও সমুদ্রে শত্রু বাহিনীর ওপর নজরদারি চালাতে এবং কৌশলগত হামলা করতে সক্ষম বলে জানিয়েছে কেসিএনএ।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণকারী উত্তর কোরিয়ার সেনারা বাস্তব যুদ্ধক্ষেত্রে ড্রোনসহ আধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা অর্জন করছে। যা ভবিষ্যতে অঞ্চলের নিরাপত্তা হুমকির মাত্রা আরও বাড়াতে পারে।

চার মাস আগে কিম এই আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদনের নির্দেশ দেন, যেগুলো বিস্ফোরক বহনে সক্ষম এবং নির্ধারিত লক্ষ্যে হামলা চালাতে পারে।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান এই সামরিক ঘনিষ্ঠতা কেবল ইউক্রেন যুদ্ধেই নয়, গোটা এশিয়া অঞ্চলের কৌশলগত ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে।

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার সরব অংশগ্রহণ, পাঠানো হলো আরও ৩০০০ সৈন্য

আপডেট সময় ১২:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

 

উত্তর কোরিয়া এ বছর আরও তিন হাজার সেনা রাশিয়ায় পাঠিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। ইউক্রেন যুদ্ধের মাঠে মস্কোকে সহায়তা করতে ক্ষেপণাস্ত্র, কামান ও গোলাবারুদ সরবরাহও অব্যাহত রেখেছে পিয়ংইয়ং।

সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) বৃহস্পতিবার জানায়, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে উত্তর কোরিয়া এই অতিরিক্ত সেনা পাঠিয়েছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে। আগে পাঠানো প্রায় ১১ হাজার সেনার মধ্যে চার হাজার জন নিহত বা আহত হয়েছে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন

রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে আরও ঘনিষ্ঠ হয়েছে। গত বছর ভ্লাদিমির পুতিনের পিয়ংইয়ং সফরের সময় দুই দেশের মধ্যে একটি সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে পারস্পরিক প্রতিরক্ষার প্রতিশ্রুতিও ছিল।

জেসিএসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়া রাশিয়ায় বিপুল পরিমাণ স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (SRBM), ১৭০ মিমি স্ব-চালিত বন্দুকের প্রায় ২২০টি ইউনিট এবং ২৪০ মিমি মাল্টিপল রকেট লঞ্চার সরবরাহ করেছে।

এদিকে, আজ বৃহস্পতিবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (KCNA) জানিয়েছে, কিম জং উন এআই প্রযুক্তিনির্ভর নতুন আত্মঘাতী ও গোয়েন্দা ড্রোনের সফল পরীক্ষার তদারকি করেছেন। এগুলো স্থল ও সমুদ্রে শত্রু বাহিনীর ওপর নজরদারি চালাতে এবং কৌশলগত হামলা করতে সক্ষম বলে জানিয়েছে কেসিএনএ।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণকারী উত্তর কোরিয়ার সেনারা বাস্তব যুদ্ধক্ষেত্রে ড্রোনসহ আধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা অর্জন করছে। যা ভবিষ্যতে অঞ্চলের নিরাপত্তা হুমকির মাত্রা আরও বাড়াতে পারে।

চার মাস আগে কিম এই আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদনের নির্দেশ দেন, যেগুলো বিস্ফোরক বহনে সক্ষম এবং নির্ধারিত লক্ষ্যে হামলা চালাতে পারে।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান এই সামরিক ঘনিষ্ঠতা কেবল ইউক্রেন যুদ্ধেই নয়, গোটা এশিয়া অঞ্চলের কৌশলগত ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে।