ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

করদাতা বাড়ছে, রাজস্ব বাড়ছে না, ১০ লাখ ই-রিটার্ন দাখিল করলেও করযোগ্য আয় নেই: এনবিআর চেয়ারম্যান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 24

ছবি সংগৃহীত

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, ই-রিটার্ন দাখিলের সংখ্যা বাড়লেও রাজস্ব আয় বাড়ছে না। কারণ, অধিকাংশ করদাতার আয় করযোগ্য সীমার নিচে।

তিনি বলেন, চলতি অর্থবছরে দাখিলকৃত ১৫ লাখ ই-রিটার্নের মধ্যে প্রায় ১০ লাখ করদাতারই করযোগ্য আয় নেই। তারা হয়তো শূন্য রিটার্ন জমা দিয়েছেন, অথবা তাদের আয় ৩ লাখ ৫০ হাজার টাকার করমুক্ত সীমার নিচে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি।

ইআরএফ এর পক্ষ থেকে বর্তমান মুদ্রাস্ফীতির প্রেক্ষাপটে করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দেয়া হলে এনবিআর চেয়ারম্যান জানান, ‘এই সীমা বাড়ালে শূন্য রিটার্ন দাখিলকারীর সংখ্যা আরও বাড়বে। এখনই ই-রিটার্ন দাখিলকারীদের দুই-তৃতীয়াংশ করযোগ্য নন, যদি সীমা বাড়ে, এ সংখ্যা আরও এক লাখ বাড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা কাগজভিত্তিক রিটার্ন থেকে ডিজিটাল রিটার্নে গেলেও বাস্তব চিত্র বদলায়নি। মূল সমস্যা হলো গুণগত করদাতার সংখ্যা খুবই কম। এ পরিস্থিতিকে অবশ্যই গুরুত্বসহকারে দেখতে হবে।’

এনবিআর প্রধান এই চ্যালেঞ্জকে মাঝারি আকারের উল্লেখ করে বলেন, ‘চ্যালেঞ্জটা খুব বড় নয়, তবে উপেক্ষাযোগ্যও নয়। আমাদের মূল্যায়ন করতে হবে, আমরা কীভাবে গুণগত করদাতার সংখ্যা বাড়াতে পারি।’ তিনি আরও স্বীকার করেন, ‘আমরা এখনো কর ফাঁকি শনাক্তকরণ এবং কার্যক্রম পরিচালনায় যথেষ্ট মনোযোগ দিইনি। এটি তদন্ত ও বিশ্লেষণের প্রয়োজন আছে।’

এনবিআর ভবিষ্যতে রাজস্ব আদায়ে এলাকাভিত্তিক কার্যকর কৌশল চালু করার কথা ভাবছে বলেও জানান তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ, আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।’

বিষয় :

নিউজটি শেয়ার করুন

করদাতা বাড়ছে, রাজস্ব বাড়ছে না, ১০ লাখ ই-রিটার্ন দাখিল করলেও করযোগ্য আয় নেই: এনবিআর চেয়ারম্যান

আপডেট সময় ০৭:০০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, ই-রিটার্ন দাখিলের সংখ্যা বাড়লেও রাজস্ব আয় বাড়ছে না। কারণ, অধিকাংশ করদাতার আয় করযোগ্য সীমার নিচে।

তিনি বলেন, চলতি অর্থবছরে দাখিলকৃত ১৫ লাখ ই-রিটার্নের মধ্যে প্রায় ১০ লাখ করদাতারই করযোগ্য আয় নেই। তারা হয়তো শূন্য রিটার্ন জমা দিয়েছেন, অথবা তাদের আয় ৩ লাখ ৫০ হাজার টাকার করমুক্ত সীমার নিচে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি।

ইআরএফ এর পক্ষ থেকে বর্তমান মুদ্রাস্ফীতির প্রেক্ষাপটে করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দেয়া হলে এনবিআর চেয়ারম্যান জানান, ‘এই সীমা বাড়ালে শূন্য রিটার্ন দাখিলকারীর সংখ্যা আরও বাড়বে। এখনই ই-রিটার্ন দাখিলকারীদের দুই-তৃতীয়াংশ করযোগ্য নন, যদি সীমা বাড়ে, এ সংখ্যা আরও এক লাখ বাড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা কাগজভিত্তিক রিটার্ন থেকে ডিজিটাল রিটার্নে গেলেও বাস্তব চিত্র বদলায়নি। মূল সমস্যা হলো গুণগত করদাতার সংখ্যা খুবই কম। এ পরিস্থিতিকে অবশ্যই গুরুত্বসহকারে দেখতে হবে।’

এনবিআর প্রধান এই চ্যালেঞ্জকে মাঝারি আকারের উল্লেখ করে বলেন, ‘চ্যালেঞ্জটা খুব বড় নয়, তবে উপেক্ষাযোগ্যও নয়। আমাদের মূল্যায়ন করতে হবে, আমরা কীভাবে গুণগত করদাতার সংখ্যা বাড়াতে পারি।’ তিনি আরও স্বীকার করেন, ‘আমরা এখনো কর ফাঁকি শনাক্তকরণ এবং কার্যক্রম পরিচালনায় যথেষ্ট মনোযোগ দিইনি। এটি তদন্ত ও বিশ্লেষণের প্রয়োজন আছে।’

এনবিআর ভবিষ্যতে রাজস্ব আদায়ে এলাকাভিত্তিক কার্যকর কৌশল চালু করার কথা ভাবছে বলেও জানান তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ, আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।’