ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রিটেন পরিকল্পিতভাবে সামুদ্রিক দুর্ঘটনা ঘটাতে চায়: দাবি রুশ গোয়েন্দা সংস্থার জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে তিনদিনব্যাপী আয়োজন ছাত্রশিবিরের খাগড়াছড়িতে কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ ৫ আগস্ট ইতিহাস কথা বলে জুলাই শহীদদের আত্মত্যাগই হবে আগামীর বাংলাদেশ রুপরেখা : ড. ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের অংশগ্রহণ কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলবে মঙ্গলবার, বন্দর কর্তৃপক্ষের সতর্কবার্তা ৩৬ জুলাই স্মরণে টেলিটকের বিশেষ অফার সাজিদ হত্যার ইস্যুতে পরিবারের মামলা

ভিয়েতনাম থেকে আরও ২৯ হাজার মেট্রিক টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / 27

ছবি সংগৃহীত

 

ভিয়েতনাম থেকে ২৯ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে ‘এমভি ওবিই ডিনারেস’ নামের একটি কার্গো জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার সরকার-সরকার (জিটুজি) চুক্তির আওতায় তৃতীয় চালান হিসেবে এসেছে।

গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত এই জিটুজি চুক্তির আওতায় বাংলাদেশ মোট এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে এর আগে দুটি চালানে মোট ৩০ হাজার ৩০০ মেট্রিক টন চাল দেশে এসেছে।

সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়, শনিবার বিকেলে চট্টগ্রাম বন্দরে পৌঁছানো জাহাজটি থেকে দ্রুত চাল খালাসের প্রস্তুতি নেওয়া হয়েছে। চালের নমুনা পরীক্ষাও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই খালাস কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করা হয়েছে।

সরকারের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখা এবং মজুত শক্তিশালী করতেই এই আমদানির উদ্যোগ। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখতে আন্তর্জাতিক উৎস থেকে চাল সংগ্রহ এখন একটি নিয়মিত প্রক্রিয়ায় পরিণত হয়েছে।

এদিকে বন্দর সূত্র জানায়, চাল খালাসের পর এসব চাল সরাসরি দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হবে, যাতে দ্রুত সরবরাহ চেইনে যুক্ত হয়ে যায়।

উল্লেখ্য, বৈশ্বিক বাজারে চালের মূল্য ঊর্ধ্বমুখী থাকলেও বাংলাদেশ আগে থেকেই জিটুজি চুক্তির মাধ্যমে সরবরাহ নিশ্চিত করায় দেশের খাদ্য মজুত নিয়ে কোনো শঙ্কা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চাল আমদানির এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে রোজার মাস এবং পরবর্তী সময়েও চালের বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ভিয়েতনাম থেকে আরও ২৯ হাজার মেট্রিক টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

আপডেট সময় ১১:৪০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

 

ভিয়েতনাম থেকে ২৯ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে ‘এমভি ওবিই ডিনারেস’ নামের একটি কার্গো জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার সরকার-সরকার (জিটুজি) চুক্তির আওতায় তৃতীয় চালান হিসেবে এসেছে।

গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত এই জিটুজি চুক্তির আওতায় বাংলাদেশ মোট এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে এর আগে দুটি চালানে মোট ৩০ হাজার ৩০০ মেট্রিক টন চাল দেশে এসেছে।

সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়, শনিবার বিকেলে চট্টগ্রাম বন্দরে পৌঁছানো জাহাজটি থেকে দ্রুত চাল খালাসের প্রস্তুতি নেওয়া হয়েছে। চালের নমুনা পরীক্ষাও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই খালাস কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করা হয়েছে।

সরকারের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখা এবং মজুত শক্তিশালী করতেই এই আমদানির উদ্যোগ। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখতে আন্তর্জাতিক উৎস থেকে চাল সংগ্রহ এখন একটি নিয়মিত প্রক্রিয়ায় পরিণত হয়েছে।

এদিকে বন্দর সূত্র জানায়, চাল খালাসের পর এসব চাল সরাসরি দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হবে, যাতে দ্রুত সরবরাহ চেইনে যুক্ত হয়ে যায়।

উল্লেখ্য, বৈশ্বিক বাজারে চালের মূল্য ঊর্ধ্বমুখী থাকলেও বাংলাদেশ আগে থেকেই জিটুজি চুক্তির মাধ্যমে সরবরাহ নিশ্চিত করায় দেশের খাদ্য মজুত নিয়ে কোনো শঙ্কা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চাল আমদানির এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে রোজার মাস এবং পরবর্তী সময়েও চালের বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।