০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
কেনিয়ায় ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ জনের সবাই নিহত হওয়ার আশঙ্কা ইলন মাস্কের নতুন উদ্যোগ — এআই-চালিত “Grokipedia” চালু বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার।

আওয়ামী লীগের রাজনীতি ঠেকাতে ‘লাশের ওপর দিয়ে আসতে হবে’: মামুনুল হক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 47

ছবি সংগৃহীত

 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হেফাজতে ইসলাম আয়োজিত ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে হেফাজতের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, “আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসতে চায়, তবে তাদের আমাদের লাশের ওপর দিয়েই আসতে হবে।”

শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে মামুনুল হক বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ড, পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, মোদিবিরোধী আন্দোলনে বর্বর হামলা, এমনকি জুলাইয়ের অভ্যুত্থান পর্যন্ত সবকিছুর বিচার না হলে দেশের মানুষ আর শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি মেনে নেবে না।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ইসরায়েল ফিলিস্তিনে নারকীয় গণহত্যা চালাচ্ছে, যা মানবতার চরম লঙ্ঘন। আমরা জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের কাছে দাবি জানাচ্ছি ইসরায়েলের ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।”

মুসলিম রাষ্ট্রসমূহ ও সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফিলিস্তিন রক্ষায় আপনাদের কার্যকর ও ঐক্যবদ্ধ উদ্যোগ এখন সময়ের দাবি। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকেও মুজাহিদদের একটি সংগঠিত দল পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

ভারতের মুসলিমদের ওপর নিপীড়নের প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, “ভারতে মুসলিমদের রক্ত নিয়ে উৎসব করার চেষ্টা চলছে। আওরঙ্গজেবের সমাধিতে আঘাত এলে বাংলাদেশি মুসলমানেরা তা কোনোভাবেই মেনে নেবে না।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ভারত ও ইসরায়েলের আগ্রাসী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে কার্যকর পদক্ষেপ নিতে।

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করে মামুনুল হক বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে শেখ হাসিনা ভারতের নির্দেশে বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দটি বাদ দিয়েছিলেন। বর্তমান সরকারের উচিত এ শব্দ পুনর্বহাল করা, যাতে জাতি জানে আমরা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে।”

সমাবেশে হেফাজতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের রাজনীতি ঠেকাতে ‘লাশের ওপর দিয়ে আসতে হবে’: মামুনুল হক

আপডেট সময় ০১:৪৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হেফাজতে ইসলাম আয়োজিত ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে হেফাজতের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, “আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসতে চায়, তবে তাদের আমাদের লাশের ওপর দিয়েই আসতে হবে।”

শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে মামুনুল হক বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ড, পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, মোদিবিরোধী আন্দোলনে বর্বর হামলা, এমনকি জুলাইয়ের অভ্যুত্থান পর্যন্ত সবকিছুর বিচার না হলে দেশের মানুষ আর শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি মেনে নেবে না।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ইসরায়েল ফিলিস্তিনে নারকীয় গণহত্যা চালাচ্ছে, যা মানবতার চরম লঙ্ঘন। আমরা জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের কাছে দাবি জানাচ্ছি ইসরায়েলের ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।”

মুসলিম রাষ্ট্রসমূহ ও সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফিলিস্তিন রক্ষায় আপনাদের কার্যকর ও ঐক্যবদ্ধ উদ্যোগ এখন সময়ের দাবি। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকেও মুজাহিদদের একটি সংগঠিত দল পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

ভারতের মুসলিমদের ওপর নিপীড়নের প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, “ভারতে মুসলিমদের রক্ত নিয়ে উৎসব করার চেষ্টা চলছে। আওরঙ্গজেবের সমাধিতে আঘাত এলে বাংলাদেশি মুসলমানেরা তা কোনোভাবেই মেনে নেবে না।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ভারত ও ইসরায়েলের আগ্রাসী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে কার্যকর পদক্ষেপ নিতে।

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করে মামুনুল হক বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে শেখ হাসিনা ভারতের নির্দেশে বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দটি বাদ দিয়েছিলেন। বর্তমান সরকারের উচিত এ শব্দ পুনর্বহাল করা, যাতে জাতি জানে আমরা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে।”

সমাবেশে হেফাজতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।