০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বামপন্থী উগ্রবাদ দমনে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন কাতারে আর হামলা নয়, আশ্বাস দিলেন নেতানিয়াহু: ট্রাম্প ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হচ্ছে, কোনো চাপে নয় : মৎস্য উপদেষ্টা স্থায়ীভাবে পরমাণু রাষ্ট্র ঘোষণা উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্রের অনুপ্রবেশের ব্যাপারে তথ্য দেওয়ার আহ্বান বিজিবির তুরস্ক নিজস্ব পারমাণবিক রিঅ্যাক্টর উন্নয়নের জন্য আনুষ্ঠানিক আহ্বান জানালো আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে আটক ৪ দালালের কারাদণ্ড বাগেরহাটে চার আসন রক্ষার দাবিতে তিন দিনের হরতাল শুরু ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ৫৩, খাদ্য সংকটে নিঃশেষ হচ্ছে প্রাণ আজ থেকে পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু

শিক্ষাখাত সংকটমুক্ত করতে সংস্কার ও সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি নতুন শিক্ষা উপদেষ্টার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 61

ছবি: সংগৃহীত

 

নতুন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, শিক্ষাখাতের ভয়াবহ সংকট কাটিয়ে উঠতে অন্তর্বর্তী সরকার সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করবে। বিগত সরকারের অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মাদরাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। নানাভাবে শিক্ষাখাতকে ধ্বংস করা হয়েছে। এখন শিক্ষাব্যবস্থা চরম সংকটের মুখে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে সুশাসন প্রতিষ্ঠা ও কাঠামোগত সংস্কার অত্যন্ত জরুরি। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করবে।”

শিক্ষাখাতে উন্নয়ন নিশ্চিত করতে মাদরাসা শিক্ষার আধুনিকীকরণ ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “মাদরাসা শিক্ষার্থীদের আধুনিক সমাজের উপযোগী করে গড়ে তুলতে হবে। তাদের জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে পারে।”

তিনি আরও বলেন, অতীতে শুধুমাত্র পোশাকের ভিত্তিতে অনেক নিরীহ মানুষকে জঙ্গি সাজানো হয়েছিল। যারা এ ধরনের অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে। কোনো প্রতিষ্ঠানের কিছু ব্যক্তি অপরাধ করলে তা তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে, কিন্তু পুরো প্রতিষ্ঠান বা শ্রেণিকে দোষারোপ করা উচিত নয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

শিক্ষাখাত সংকটমুক্ত করতে সংস্কার ও সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি নতুন শিক্ষা উপদেষ্টার

আপডেট সময় ০৩:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

 

নতুন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, শিক্ষাখাতের ভয়াবহ সংকট কাটিয়ে উঠতে অন্তর্বর্তী সরকার সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করবে। বিগত সরকারের অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মাদরাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। নানাভাবে শিক্ষাখাতকে ধ্বংস করা হয়েছে। এখন শিক্ষাব্যবস্থা চরম সংকটের মুখে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে সুশাসন প্রতিষ্ঠা ও কাঠামোগত সংস্কার অত্যন্ত জরুরি। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করবে।”

শিক্ষাখাতে উন্নয়ন নিশ্চিত করতে মাদরাসা শিক্ষার আধুনিকীকরণ ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “মাদরাসা শিক্ষার্থীদের আধুনিক সমাজের উপযোগী করে গড়ে তুলতে হবে। তাদের জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে পারে।”

তিনি আরও বলেন, অতীতে শুধুমাত্র পোশাকের ভিত্তিতে অনেক নিরীহ মানুষকে জঙ্গি সাজানো হয়েছিল। যারা এ ধরনের অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে। কোনো প্রতিষ্ঠানের কিছু ব্যক্তি অপরাধ করলে তা তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে, কিন্তু পুরো প্রতিষ্ঠান বা শ্রেণিকে দোষারোপ করা উচিত নয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।