০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

ঝিনাইদহের শৈলকুপায় দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 59

ছবি সংগৃহীত

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাড়ইপাড়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। আজ বুধবার (১২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ইপাড়া গ্রামের মন্টু মোল্লা ও লিখন হোসেনের মধ্যে ১ হাজার টাকা নিয়ে বিরোধ ছিল। মঙ্গলবার রাতে মন্টু মোল্লা লিখন হোসেনের কাছ থেকে ওই টাকা ফেরত চাওয়ার পর দুজনের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এরই জেরে বুধবার সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

বিজ্ঞাপন

সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের মধ্যে স্বপন বিশ্বাস নামের এক ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, “এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশ ও প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহের শৈলকুপায় দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৪

আপডেট সময় ০৩:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাড়ইপাড়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। আজ বুধবার (১২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ইপাড়া গ্রামের মন্টু মোল্লা ও লিখন হোসেনের মধ্যে ১ হাজার টাকা নিয়ে বিরোধ ছিল। মঙ্গলবার রাতে মন্টু মোল্লা লিখন হোসেনের কাছ থেকে ওই টাকা ফেরত চাওয়ার পর দুজনের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এরই জেরে বুধবার সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

বিজ্ঞাপন

সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের মধ্যে স্বপন বিশ্বাস নামের এক ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, “এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশ ও প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করছে।