ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতার তিন দিনের রিমান্ড, গ্রেপ্তার দেখানো হলো আরও এক নেত্রীকে সরকারি তিন দপ্তরে শীর্ষ পদে রদবদল শক্তিশালী ষড়যন্ত্রের ছায়ায় বেলুচিস্তানে ট্রেন ছিনতাই, রাষ্ট্রীয় শক্তির জড়িত থাকা নিয়ে সন্দেহ বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দুই বিভাগে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি দুইবার ‘কার্ডিয়াক অ্যারেস্টে’, অবস্থা আরো অবনতির পথে রংপুরে একযুগ পর শিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আ. লীগের দুই সাবেক এমপির নামে মামলা বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ সিগারেটের ব্যবহার কমানোর জন্য ট্যাক্স বাড়ানো যথেষ্ট নয়: শফিকুল আলম শাহবাগীদের কারণে ‘গডমাদার অফ ফ্যাসিজম’ হলেন হাসিনা: শিবির সভাপতি ঝিনাইদহের শৈলকুপায় দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৪

ঝিনাইদহের শৈলকুপায় দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৪

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাড়ইপাড়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। আজ বুধবার (১২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ইপাড়া গ্রামের মন্টু মোল্লা ও লিখন হোসেনের মধ্যে ১ হাজার টাকা নিয়ে বিরোধ ছিল। মঙ্গলবার রাতে মন্টু মোল্লা লিখন হোসেনের কাছ থেকে ওই টাকা ফেরত চাওয়ার পর দুজনের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এরই জেরে বুধবার সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের মধ্যে স্বপন বিশ্বাস নামের এক ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, “এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশ ও প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
৫০৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৪

আপডেট সময় ০৩:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাড়ইপাড়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। আজ বুধবার (১২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ইপাড়া গ্রামের মন্টু মোল্লা ও লিখন হোসেনের মধ্যে ১ হাজার টাকা নিয়ে বিরোধ ছিল। মঙ্গলবার রাতে মন্টু মোল্লা লিখন হোসেনের কাছ থেকে ওই টাকা ফেরত চাওয়ার পর দুজনের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এরই জেরে বুধবার সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের মধ্যে স্বপন বিশ্বাস নামের এক ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, “এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশ ও প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করছে।