ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিএনএ পরীক্ষার পর ফরিদপুরে দাফন করা হলো ছোট্ট রাইসাকে স্বাধীন জুম্মল্যান্ডের স্বপ্নে পাহাড়ে গড়ে উঠেছে অস্ত্রাগার নির্বাচন নিয়ে শঙ্কা পিআর, ১৮টি পক্ষে, বিপক্ষে ২৮টি রাজনৈতিক দল চট্টগ্রামে তিনটি আইকনিক ভবনের পরিকল্পনা: এনবিআর ঘুরে দাড়িয়েছে দেশের পোশাক শিল্প, যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ২১ ও ইউরোপে ১৭ শতাংশ মারা গেলেন রেসলিং সুপারস্টার হাল্ক হোগান, শোকের ছায়া বিশ্বজুড়ে শর্তহীন অস্ত্রবিরতির প্রস্তাব কম্বোডিয়ার কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

খাইবার পাখতুনখোয়ায় তালেবানের হামলায় ৪ পাকিস্তানি সেনা নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 61

ছবি: সংগৃহীত

 

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে তালেবানের এক নৃশংস হামলায় অন্তত চার সেনা নিহত হয়েছেন। প্রদেশের খুররাম জেলায় একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে তালেবানদের অতর্কিত আক্রমণে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা যায়, হামলায় আহত হয়েছেন আরও সাতজন।

এ ঘটনায় ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, পাকিস্তানের আফগানিস্তান সীমান্তের কাছে এই হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তের এই অঞ্চলটি হয়ে উঠেছে সহিংসতার কেন্দ্রবিন্দু। বিশেষ করে আফগানিস্তানে ২০২১ সালে তালেবানদের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে তালেবানের সহযোগী গোষ্ঠীগুলোর কার্যক্রম বেড়ে গেছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার সকালে ভারী অস্ত্রে সজ্জিত এক গোষ্ঠী নিরাপত্তা তল্লাশি চৌকিতে হামলা চালায়। এই হামলায় নিহত সেনাদের মধ্যে বেশ কয়েকজন আধা-সামরিক বাহিনীর সদস্য রয়েছেন। আফগানিস্তান সীমান্তের কাছে নিরাপত্তা চৌকিটি ছিল আক্রমণের লক্ষ্য।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশ, যা আফগানিস্তানের সীমান্তে অবস্থিত, দীর্ঘদিন ধরেই সহিংসতার শিকার। প্রতিবেশী দেশে তালেবানদের পুনরুত্থানের পর থেকে পাকিস্তানে জঙ্গি গোষ্ঠীগুলোর হামলা বেড়ে গেছে। পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বর্তমানে উত্তর-পশ্চিমাঞ্চলে সক্রিয় এবং দেশটির বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাচ্ছে।

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এই অঞ্চলে সহিংসতা দিন দিন বাড়ছে, যা দেশের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে পাকিস্তানে জঙ্গি হামলার অব্যাহত বৃদ্ধি ও তার প্রভাবের কারণে।

নিউজটি শেয়ার করুন

খাইবার পাখতুনখোয়ায় তালেবানের হামলায় ৪ পাকিস্তানি সেনা নিহত

আপডেট সময় ০৩:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

 

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে তালেবানের এক নৃশংস হামলায় অন্তত চার সেনা নিহত হয়েছেন। প্রদেশের খুররাম জেলায় একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে তালেবানদের অতর্কিত আক্রমণে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা যায়, হামলায় আহত হয়েছেন আরও সাতজন।

এ ঘটনায় ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, পাকিস্তানের আফগানিস্তান সীমান্তের কাছে এই হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তের এই অঞ্চলটি হয়ে উঠেছে সহিংসতার কেন্দ্রবিন্দু। বিশেষ করে আফগানিস্তানে ২০২১ সালে তালেবানদের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে তালেবানের সহযোগী গোষ্ঠীগুলোর কার্যক্রম বেড়ে গেছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার সকালে ভারী অস্ত্রে সজ্জিত এক গোষ্ঠী নিরাপত্তা তল্লাশি চৌকিতে হামলা চালায়। এই হামলায় নিহত সেনাদের মধ্যে বেশ কয়েকজন আধা-সামরিক বাহিনীর সদস্য রয়েছেন। আফগানিস্তান সীমান্তের কাছে নিরাপত্তা চৌকিটি ছিল আক্রমণের লক্ষ্য।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশ, যা আফগানিস্তানের সীমান্তে অবস্থিত, দীর্ঘদিন ধরেই সহিংসতার শিকার। প্রতিবেশী দেশে তালেবানদের পুনরুত্থানের পর থেকে পাকিস্তানে জঙ্গি গোষ্ঠীগুলোর হামলা বেড়ে গেছে। পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বর্তমানে উত্তর-পশ্চিমাঞ্চলে সক্রিয় এবং দেশটির বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাচ্ছে।

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এই অঞ্চলে সহিংসতা দিন দিন বাড়ছে, যা দেশের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে পাকিস্তানে জঙ্গি হামলার অব্যাহত বৃদ্ধি ও তার প্রভাবের কারণে।