০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

আর্জেন্টিনায় ভয়াবহ ঝড় ও বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১০, বিপর্যস্ত বুয়েন্স আয়ার্স

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 79

ছবি: সংগৃহীত

 

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে ভয়াবহ ঝড় ও বন্যায় বিপর্যস্ত হয়েছে বিশাল এলাকা। চলতি বছরের ৮ মার্চ শনিবার প্রকাশিত সংবাদ অনুযায়ী, এ পর্যন্ত দুই শহরে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও প্রাণহানির আশঙ্কা রয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়িয়ে দিয়েছে।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত সবচেয়ে ঘনবসতিপূর্ণ প্রদেশে টানা ভারি বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব অঞ্চলে প্রায় ২৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের জন্য মারাত্মক পরিস্থিতি তৈরি করেছে।

বিজ্ঞাপন

বৃষ্টির তোড়ে কয়েকটি সেতু ধসে পড়েছে, বহু রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে গেছে, এবং একাধিক বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। বিপর্যয় আরো তীব্র হয়ে উঠেছে, কারণ পানির স্রোতে অনেক গাড়ি ভেসে গেছে, এবং বেশ কিছু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। এর ফলে শত শত বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় পড়েছে, যা তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

জরুরি বিভাগ ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে, তবে পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। বন্যার কারণে আহতদের সহায়তা ও ত্রাণ পৌঁছানোর জন্য স্থানীয় প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে, তবে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা মোকাবিলা করতে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। দুর্যোগপূর্ণ এলাকাগুলোর আশেপাশের সড়ক ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজে দেরি হচ্ছে।

বুয়েন্স আয়ার্সের পাশাপাশি অন্যান্য এলাকা ও শহরেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা আরো বৃষ্টির পূর্বাভাস দিলেও, উদ্ধারকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য।

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনায় ভয়াবহ ঝড় ও বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১০, বিপর্যস্ত বুয়েন্স আয়ার্স

আপডেট সময় ০৬:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

 

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে ভয়াবহ ঝড় ও বন্যায় বিপর্যস্ত হয়েছে বিশাল এলাকা। চলতি বছরের ৮ মার্চ শনিবার প্রকাশিত সংবাদ অনুযায়ী, এ পর্যন্ত দুই শহরে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও প্রাণহানির আশঙ্কা রয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়িয়ে দিয়েছে।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত সবচেয়ে ঘনবসতিপূর্ণ প্রদেশে টানা ভারি বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব অঞ্চলে প্রায় ২৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের জন্য মারাত্মক পরিস্থিতি তৈরি করেছে।

বিজ্ঞাপন

বৃষ্টির তোড়ে কয়েকটি সেতু ধসে পড়েছে, বহু রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে গেছে, এবং একাধিক বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। বিপর্যয় আরো তীব্র হয়ে উঠেছে, কারণ পানির স্রোতে অনেক গাড়ি ভেসে গেছে, এবং বেশ কিছু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। এর ফলে শত শত বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় পড়েছে, যা তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

জরুরি বিভাগ ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে, তবে পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। বন্যার কারণে আহতদের সহায়তা ও ত্রাণ পৌঁছানোর জন্য স্থানীয় প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে, তবে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা মোকাবিলা করতে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। দুর্যোগপূর্ণ এলাকাগুলোর আশেপাশের সড়ক ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজে দেরি হচ্ছে।

বুয়েন্স আয়ার্সের পাশাপাশি অন্যান্য এলাকা ও শহরেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা আরো বৃষ্টির পূর্বাভাস দিলেও, উদ্ধারকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য।