ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জবি শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে আহত শতাধিক শিক্ষার্থী ক্ষমতার সময় ফুরিয়ে এসেছে: হুঁশিয়ারি শাজাহান খান চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন মানিকগঞ্জে অসময়ের যমুনার ভাঙন: হুমকির মুখে শতাধিক ঘরবাড়ি শীর্ষ আদালতে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফেরতের রায় ১ জুন ইসরায়েলি হামলায় গাজায় এক দিনে নিহত আরও ৫৬ জন দুর্নীতির মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন ডা. জুবাইদা রহমান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে মালয়েশিয়ায় বিএনপির কর্মশালা ঢাবি ভিসিকে দোষী দেখিয়ে মূল সত্য আড়াল করার পাঁয়তারা: সারজিসের অভিযোগ চট্টগ্রাম বন্দর ছাড়া অর্থনীতির নতুন দিগন্ত সম্ভব নয়: ড. ইউনূস

সালমান খানের ‘সিকান্দার’ : মুক্তির আগেই রেকর্ড ১৬৫ কোটির ব্রেকিং আয়!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 33

ছবি: সংগৃহীত

 

ঈদের বক্স অফিসে জমজমাট আবহ তৈরি করতে প্রস্তুত বলিউডের সুলতান সালমান খান। দীর্ঘদিন পর ঈদে তার সিনেমা ‘সিকান্দার’ দিয়ে আবারো বক্স অফিসে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সিনেমাটির পোস্টারে দুর্দান্ত অ্যাকশন লুকে হাজির হয়ে নজর কেড়েছেন সালমান, যা ভক্তদের মাঝে উত্তেজনা তৈরি করেছে।

মুক্তির আগেই বাজিমাত করেছে ‘সিকান্দার’। সিনেমাটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, ডিজিটাল রাইটস (ওটিটি রিলিজ), স্যাটেলাইট রাইটস এবং গানের রাইটসের জন্য ১৬৫ কোটি টাকার চুক্তি করেছেন। এদিকে, খবর পাওয়া যাচ্ছে যে, সিনেমাটি যদি বক্স অফিসে ৩৫০ কোটি টাকার বেশি আয় করে, তবে ওটিটি রিলিজের চুক্তির পরিমাণ ১০০ কোটি টাকায় পৌঁছাতে পারে।

সূত্র জানাচ্ছে, সিনেমাটি সিনেমা হলে মুক্তির পর নেটফ্লিক্সে আসবে, যার জন্য প্রায় ৮৫ কোটি টাকার চুক্তি হয়েছে। স্যাটেলাইট রাইটসের জন্য একটি জনপ্রিয় চ্যানেলের সঙ্গে ৫০ কোটি টাকার চুক্তি হয়েছে, আর গানের রাইটসের জন্য ৩০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ফলে, মুক্তির আগেই সিনেমাটি রাইটস থেকেই আয় করেছে ১৬৫ কোটি টাকা, যা মুক্তির পর ১৮০ কোটি টাকায় পৌঁছাতে পারে।

সিনেমাটি প্রায় ১৮০ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে, যার মধ্যে প্রচার ও বিজ্ঞাপনের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে, সালমান খানের পারিশ্রমিক এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত নয়।

‘সিকান্দার’-এ সালমানের বিপরীতে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনয় করেছেন। এছাড়া কাজল আগরওয়াল, শারমান যোশী সহ আরও একঝাঁক তারকা অভিনয় করেছেন। সিনেমাটি ঈদ-উল-ফিতরে মুক্তি পাবে এবং এর ওপরেই নির্ভর করবে তার ভবিষ্যৎ বক্স অফিস সংগ্রহ।

নিউজটি শেয়ার করুন

সালমান খানের ‘সিকান্দার’ : মুক্তির আগেই রেকর্ড ১৬৫ কোটির ব্রেকিং আয়!

আপডেট সময় ০১:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

 

ঈদের বক্স অফিসে জমজমাট আবহ তৈরি করতে প্রস্তুত বলিউডের সুলতান সালমান খান। দীর্ঘদিন পর ঈদে তার সিনেমা ‘সিকান্দার’ দিয়ে আবারো বক্স অফিসে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সিনেমাটির পোস্টারে দুর্দান্ত অ্যাকশন লুকে হাজির হয়ে নজর কেড়েছেন সালমান, যা ভক্তদের মাঝে উত্তেজনা তৈরি করেছে।

মুক্তির আগেই বাজিমাত করেছে ‘সিকান্দার’। সিনেমাটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, ডিজিটাল রাইটস (ওটিটি রিলিজ), স্যাটেলাইট রাইটস এবং গানের রাইটসের জন্য ১৬৫ কোটি টাকার চুক্তি করেছেন। এদিকে, খবর পাওয়া যাচ্ছে যে, সিনেমাটি যদি বক্স অফিসে ৩৫০ কোটি টাকার বেশি আয় করে, তবে ওটিটি রিলিজের চুক্তির পরিমাণ ১০০ কোটি টাকায় পৌঁছাতে পারে।

সূত্র জানাচ্ছে, সিনেমাটি সিনেমা হলে মুক্তির পর নেটফ্লিক্সে আসবে, যার জন্য প্রায় ৮৫ কোটি টাকার চুক্তি হয়েছে। স্যাটেলাইট রাইটসের জন্য একটি জনপ্রিয় চ্যানেলের সঙ্গে ৫০ কোটি টাকার চুক্তি হয়েছে, আর গানের রাইটসের জন্য ৩০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ফলে, মুক্তির আগেই সিনেমাটি রাইটস থেকেই আয় করেছে ১৬৫ কোটি টাকা, যা মুক্তির পর ১৮০ কোটি টাকায় পৌঁছাতে পারে।

সিনেমাটি প্রায় ১৮০ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে, যার মধ্যে প্রচার ও বিজ্ঞাপনের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে, সালমান খানের পারিশ্রমিক এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত নয়।

‘সিকান্দার’-এ সালমানের বিপরীতে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনয় করেছেন। এছাড়া কাজল আগরওয়াল, শারমান যোশী সহ আরও একঝাঁক তারকা অভিনয় করেছেন। সিনেমাটি ঈদ-উল-ফিতরে মুক্তি পাবে এবং এর ওপরেই নির্ভর করবে তার ভবিষ্যৎ বক্স অফিস সংগ্রহ।