শান্তি আলোচনায় রাশিয়াকে ইউক্রেনের চেয়ে সহজে সামলানো সম্ভব’ ইউক্রেন নিয়ে নতুন আশার সুর

- আপডেট সময় ০১:০১:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / 32
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শান্তি আলোচনায় রাশিয়াকে সামলানো ইউক্রেনের চেয়ে অনেক সহজ। শুক্রবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘‘কিয়েভের চেয়ে মস্কোকে সামলানো সহজ, এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছে।’’
এই মন্তব্যের কিছু সময় আগে, ট্রাম্প বলেছিলেন যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করার আগে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের বিষয়টি তিনি শক্তভাবে বিবেচনা করছেন।
ট্রাম্প বিশ্বাস করেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের অবসান চেয়ে থাকেন। তবে ইউক্রেনের বিষয়ে একই আশাবাদ ব্যক্ত করা সম্ভব নয়, তিনি জানান। পুতিনের সঙ্গে ট্রাম্পের সরাসরি কূটনৈতিক সম্পর্ক পশ্চিমা দেশগুলোর জন্য বিস্ময়ের কারণ, কারণ ইউক্রেনে রাশিয়ার পূর্ণ আগ্রাসনের পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে পশ্চিমারা রাশিয়াকে কার্যত বর্জন করেছিল।
এদিকে, আগামী সপ্তাহে ট্রাম্পের সিনিয়র কর্মকর্তাদের একটি দল সৌদি আরবে সফর করবে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দলের সঙ্গে আলোচনা করবে। জেলেনস্কি বলেছেন, তিনি আশা করেন এই আলোচনা ফলপ্রসূ হবে এবং তাঁর দেশ যত দ্রুত সম্ভব শান্তির জন্য প্রস্তুত। পাশাপাশি, তিনি শান্তির পথে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণেরও প্রস্তাব করেছেন।
জেলেনস্কি সম্প্রতি ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বিতর্কের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ট্রাম্পও তাঁর কাছ থেকে একটি চিঠি পেয়েছেন, যাতে ‘‘দুঃখপ্রকাশ’’ এবং ‘‘কৃতজ্ঞতা’’ প্রকাশ করা হয়েছে।