ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইয়ামালকে ১০ গুণ বেশি বেতন দিতে চলেছে বার্সা: তরুণ তারকার জন্য বিশাল বিনিয়োগ ময়মনসিংহে বাণিজ্যিক আঙ্গুর চাষে সুমনের অভাবনীয় সাফল্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা, ঢাকা থাকছে মেঘাচ্ছন্ন টিকিট জোগাড়ে প্রস্তুতি: ২ জুনের ট্রেন টিকিট আজ বিক্রি শুরু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক: ব্যাপক ধরপাকড় অভিযান মাইক্রোসফটে অভ্যন্তরীণ ইমেইলে “ফিলিস্তিন” শব্দ নিষিদ্ধ মার্কিন-বিরোধী উস্কানির অভিযোগ: হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করল ট্রাম্প সরকারি দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়লো: কার্যকর ১ জুলাই থেকে ভূমি সেবায় হয়রানির অবসান ঘটাতে মন্ত্রণালয় অঙ্গীকারাবদ্ধ: সিনিয়র সচিব কাশ্মীরে বন্দুকযুদ্ধে ১ ভারতীয় সেনা নিহত: নতুন করে বাড়ছে উত্তেজনা

পদোন্নতির দাবিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি, ১১ মার্চ থেকে পূর্ণ অবরোধের হুমকি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 46

ছবি: সংগৃহীত

 

আজ শনিবার থেকে পদোন্নতির দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা। আগামী তিন দিন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘কলম বিরতি’ কর্মসূচি পালন করবেন তারা। দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার (১১ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। তবে জরুরি সেবা চালু থাকবে।

চিকিৎসকদের অভিযোগ, তাদের পদোন্নতির যোগ‍্যতার সকল শর্ত পূর্ণ করার পরেও ডিজি ও মন্ত্রণালয়ে বারবার ফাইল আপডেট করার পরও বছরের পর বছর পদোন্নতি আটকে রাখা হচ্ছে। তারা বলেন, পদোন্নতির দীর্ঘসূত্রিতার কারণে দেশের চিকিৎসা সেবায় গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিসিএস (স্বাস্থ্য) ক‍্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বাংলাদেশের চিকিৎসাসেবা ও শিক্ষার মানোন্নয়ন, এমবিবিএস ও বিডিএসের আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতা রক্ষা এবং ক্যাডার বৈষম্য দূর করার লক্ষ্যে দ্রুত পদোন্নতি চাই।’

তিনি আরও বলেন, ‘এটি শুধুমাত্র চিকিৎসকদের বিষয় নয়, বরং দেশের স্বাস্থ্যখাতের উন্নতির জন্যও জরুরি।’ একই সভায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডা. মোহাম্মদ বশির আহমেদ খান বলেন, ‘পদোন্নতি না পাওয়ার কারণে চিকিৎসকরা মনের মধ্যে হতাশার শিকার হচ্ছেন, যার ফলে চিকিৎসার দক্ষতা কমে যাচ্ছে।’

চিকিৎসকরা বলছেন, সারা দেশে হাসপাতালের চিকিৎসকরা এই কর্মসূচি পালন করবেন এবং সরকারের কাছে দ্রুত পদোন্নতি দাবি করছেন। তারা আরও জানান, গত কয়েক বছর ধরে পদোন্নতির জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করেও, তা বাস্তবায়িত হয়নি।

এ অবস্থায়, তারা আশা করছেন, দ্রুত তাদের দাবি মেনে নেয়া হবে, নতুবা আগামী সপ্তাহে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন তারা।

নিউজটি শেয়ার করুন

পদোন্নতির দাবিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি, ১১ মার্চ থেকে পূর্ণ অবরোধের হুমকি

আপডেট সময় ১১:৫৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

 

আজ শনিবার থেকে পদোন্নতির দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা। আগামী তিন দিন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘কলম বিরতি’ কর্মসূচি পালন করবেন তারা। দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার (১১ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। তবে জরুরি সেবা চালু থাকবে।

চিকিৎসকদের অভিযোগ, তাদের পদোন্নতির যোগ‍্যতার সকল শর্ত পূর্ণ করার পরেও ডিজি ও মন্ত্রণালয়ে বারবার ফাইল আপডেট করার পরও বছরের পর বছর পদোন্নতি আটকে রাখা হচ্ছে। তারা বলেন, পদোন্নতির দীর্ঘসূত্রিতার কারণে দেশের চিকিৎসা সেবায় গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিসিএস (স্বাস্থ্য) ক‍্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বাংলাদেশের চিকিৎসাসেবা ও শিক্ষার মানোন্নয়ন, এমবিবিএস ও বিডিএসের আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতা রক্ষা এবং ক্যাডার বৈষম্য দূর করার লক্ষ্যে দ্রুত পদোন্নতি চাই।’

তিনি আরও বলেন, ‘এটি শুধুমাত্র চিকিৎসকদের বিষয় নয়, বরং দেশের স্বাস্থ্যখাতের উন্নতির জন্যও জরুরি।’ একই সভায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডা. মোহাম্মদ বশির আহমেদ খান বলেন, ‘পদোন্নতি না পাওয়ার কারণে চিকিৎসকরা মনের মধ্যে হতাশার শিকার হচ্ছেন, যার ফলে চিকিৎসার দক্ষতা কমে যাচ্ছে।’

চিকিৎসকরা বলছেন, সারা দেশে হাসপাতালের চিকিৎসকরা এই কর্মসূচি পালন করবেন এবং সরকারের কাছে দ্রুত পদোন্নতি দাবি করছেন। তারা আরও জানান, গত কয়েক বছর ধরে পদোন্নতির জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করেও, তা বাস্তবায়িত হয়নি।

এ অবস্থায়, তারা আশা করছেন, দ্রুত তাদের দাবি মেনে নেয়া হবে, নতুবা আগামী সপ্তাহে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন তারা।