ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতার তিন দিনের রিমান্ড, গ্রেপ্তার দেখানো হলো আরও এক নেত্রীকে সরকারি তিন দপ্তরে শীর্ষ পদে রদবদল শক্তিশালী ষড়যন্ত্রের ছায়ায় বেলুচিস্তানে ট্রেন ছিনতাই, রাষ্ট্রীয় শক্তির জড়িত থাকা নিয়ে সন্দেহ বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দুই বিভাগে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি দুইবার ‘কার্ডিয়াক অ্যারেস্টে’, অবস্থা আরো অবনতির পথে রংপুরে একযুগ পর শিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আ. লীগের দুই সাবেক এমপির নামে মামলা বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ সিগারেটের ব্যবহার কমানোর জন্য ট্যাক্স বাড়ানো যথেষ্ট নয়: শফিকুল আলম শাহবাগীদের কারণে ‘গডমাদার অফ ফ্যাসিজম’ হলেন হাসিনা: শিবির সভাপতি ঝিনাইদহের শৈলকুপায় দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৪

পদোন্নতির দাবিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি, ১১ মার্চ থেকে পূর্ণ অবরোধের হুমকি

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

আজ শনিবার থেকে পদোন্নতির দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা। আগামী তিন দিন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘কলম বিরতি’ কর্মসূচি পালন করবেন তারা। দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার (১১ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। তবে জরুরি সেবা চালু থাকবে।

চিকিৎসকদের অভিযোগ, তাদের পদোন্নতির যোগ‍্যতার সকল শর্ত পূর্ণ করার পরেও ডিজি ও মন্ত্রণালয়ে বারবার ফাইল আপডেট করার পরও বছরের পর বছর পদোন্নতি আটকে রাখা হচ্ছে। তারা বলেন, পদোন্নতির দীর্ঘসূত্রিতার কারণে দেশের চিকিৎসা সেবায় গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিসিএস (স্বাস্থ্য) ক‍্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বাংলাদেশের চিকিৎসাসেবা ও শিক্ষার মানোন্নয়ন, এমবিবিএস ও বিডিএসের আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতা রক্ষা এবং ক্যাডার বৈষম্য দূর করার লক্ষ্যে দ্রুত পদোন্নতি চাই।’

তিনি আরও বলেন, ‘এটি শুধুমাত্র চিকিৎসকদের বিষয় নয়, বরং দেশের স্বাস্থ্যখাতের উন্নতির জন্যও জরুরি।’ একই সভায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডা. মোহাম্মদ বশির আহমেদ খান বলেন, ‘পদোন্নতি না পাওয়ার কারণে চিকিৎসকরা মনের মধ্যে হতাশার শিকার হচ্ছেন, যার ফলে চিকিৎসার দক্ষতা কমে যাচ্ছে।’

চিকিৎসকরা বলছেন, সারা দেশে হাসপাতালের চিকিৎসকরা এই কর্মসূচি পালন করবেন এবং সরকারের কাছে দ্রুত পদোন্নতি দাবি করছেন। তারা আরও জানান, গত কয়েক বছর ধরে পদোন্নতির জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করেও, তা বাস্তবায়িত হয়নি।

এ অবস্থায়, তারা আশা করছেন, দ্রুত তাদের দাবি মেনে নেয়া হবে, নতুবা আগামী সপ্তাহে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
৫১৭ বার পড়া হয়েছে

পদোন্নতির দাবিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি, ১১ মার্চ থেকে পূর্ণ অবরোধের হুমকি

আপডেট সময় ১১:৫৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

 

আজ শনিবার থেকে পদোন্নতির দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা। আগামী তিন দিন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘কলম বিরতি’ কর্মসূচি পালন করবেন তারা। দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার (১১ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। তবে জরুরি সেবা চালু থাকবে।

চিকিৎসকদের অভিযোগ, তাদের পদোন্নতির যোগ‍্যতার সকল শর্ত পূর্ণ করার পরেও ডিজি ও মন্ত্রণালয়ে বারবার ফাইল আপডেট করার পরও বছরের পর বছর পদোন্নতি আটকে রাখা হচ্ছে। তারা বলেন, পদোন্নতির দীর্ঘসূত্রিতার কারণে দেশের চিকিৎসা সেবায় গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিসিএস (স্বাস্থ্য) ক‍্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বাংলাদেশের চিকিৎসাসেবা ও শিক্ষার মানোন্নয়ন, এমবিবিএস ও বিডিএসের আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতা রক্ষা এবং ক্যাডার বৈষম্য দূর করার লক্ষ্যে দ্রুত পদোন্নতি চাই।’

তিনি আরও বলেন, ‘এটি শুধুমাত্র চিকিৎসকদের বিষয় নয়, বরং দেশের স্বাস্থ্যখাতের উন্নতির জন্যও জরুরি।’ একই সভায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডা. মোহাম্মদ বশির আহমেদ খান বলেন, ‘পদোন্নতি না পাওয়ার কারণে চিকিৎসকরা মনের মধ্যে হতাশার শিকার হচ্ছেন, যার ফলে চিকিৎসার দক্ষতা কমে যাচ্ছে।’

চিকিৎসকরা বলছেন, সারা দেশে হাসপাতালের চিকিৎসকরা এই কর্মসূচি পালন করবেন এবং সরকারের কাছে দ্রুত পদোন্নতি দাবি করছেন। তারা আরও জানান, গত কয়েক বছর ধরে পদোন্নতির জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করেও, তা বাস্তবায়িত হয়নি।

এ অবস্থায়, তারা আশা করছেন, দ্রুত তাদের দাবি মেনে নেয়া হবে, নতুবা আগামী সপ্তাহে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন তারা।