ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের মানচিত্রে অন্তর্ভুক্তি আমাদের লক্ষ্য: জয়শঙ্কর ব্রিসবেনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আলফ্রেড’ এর আগমন: সতর্কতায় স্তব্ধ শহর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, যুক্তরাজ্যে চাঞ্চল্য যুক্তরাষ্ট্রে অবৈধ অবস্থানে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু সম্পদের হিসাব না দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে: জনপ্রশাসন মন্ত্রণালয় কুমিল্লার গোমতী চরের মিষ্টিকুমড়ার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি প্রতিদিন কাঁচা রসুন খাওয়ার উপকারিতা ফেব্রুয়ারিতে রেমিট্যান্সের রেকর্ড, যুক্তরাষ্ট্র শীর্ষে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন নিয়ে মোদি সরকারের ভাবনা যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি: সাবেক রাষ্ট্রদূত ড্যানিলোভিজ আফ্রিকাকে কাঁদিয়ে ফাইনালে নিউজিল্যান্ড – সেঞ্চুরির পরও হার, ব্যর্থ মিলারের লড়াই

শিক্ষকদের জন্য বড় ঘোষণা, বাড়ছে ভাতা: বিদায়ী উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের গুরুত্বপূর্ণ মন্তব্য

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এমপিওভুক্ত (বেসরকারি) শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময়, তিনি সরকারের পক্ষ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তার প্রচেষ্টার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘‘এ বছরের বাজেট এবং আগামী বছরের বাজেটে যতোটা সম্ভব অর্থ বরাদ্দ করা হবে। তবে দীর্ঘ ১৫-২০ বছরের অবহেলা এবং বৈষম্য এক বা দু’বছরের বাজেট দিয়ে ঠিক করা সম্ভব নয়।’’ তিনি আরও বলেন, ‘‘তবে আমরা এরই মধ্যে প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেছি এবং পর্যায়ক্রমে এসব দাবি মেটানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে।’’

এছাড়া, ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষকদের কল্যাণ এবং অবসর ভাতা নিয়ে একটি সাশ্রয়ী তহবিল তৈরির ঘোষণা দেন। তিনি জানান, এবছর কিছুটা তহবিল তৈরি হয়েছে এবং আগামী বাজেটে এর পরিমাণ আরও বাড়ানো হবে। তবে পুরো তহবিলকে টেকসই করার জন্য আরও কয়েকটি বাজেটের প্রয়োজন হতে পারে।

প্রধানত, এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা ছিল তাদের সবচেয়ে ন্যায্য দাবি, যা এখন বাস্তবায়নের পথে। তবে, শিক্ষকদের সংগঠিত না হওয়া এবং আন্দোলন না করার কারণে এই দাবির সমাধান করা বেশ কঠিন হয়ে পড়েছিল, উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
৫০৬ বার পড়া হয়েছে

শিক্ষকদের জন্য বড় ঘোষণা, বাড়ছে ভাতা: বিদায়ী উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের গুরুত্বপূর্ণ মন্তব্য

আপডেট সময় ০৫:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

 

বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এমপিওভুক্ত (বেসরকারি) শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময়, তিনি সরকারের পক্ষ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তার প্রচেষ্টার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘‘এ বছরের বাজেট এবং আগামী বছরের বাজেটে যতোটা সম্ভব অর্থ বরাদ্দ করা হবে। তবে দীর্ঘ ১৫-২০ বছরের অবহেলা এবং বৈষম্য এক বা দু’বছরের বাজেট দিয়ে ঠিক করা সম্ভব নয়।’’ তিনি আরও বলেন, ‘‘তবে আমরা এরই মধ্যে প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেছি এবং পর্যায়ক্রমে এসব দাবি মেটানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে।’’

এছাড়া, ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষকদের কল্যাণ এবং অবসর ভাতা নিয়ে একটি সাশ্রয়ী তহবিল তৈরির ঘোষণা দেন। তিনি জানান, এবছর কিছুটা তহবিল তৈরি হয়েছে এবং আগামী বাজেটে এর পরিমাণ আরও বাড়ানো হবে। তবে পুরো তহবিলকে টেকসই করার জন্য আরও কয়েকটি বাজেটের প্রয়োজন হতে পারে।

প্রধানত, এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা ছিল তাদের সবচেয়ে ন্যায্য দাবি, যা এখন বাস্তবায়নের পথে। তবে, শিক্ষকদের সংগঠিত না হওয়া এবং আন্দোলন না করার কারণে এই দাবির সমাধান করা বেশ কঠিন হয়ে পড়েছিল, উল্লেখ করেন তিনি।