ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অ-১৮ এশিয়া কাপ হকিতে জাপানের কাছে বাংলাদেশের নারী দলের বড় হার: ১১-০ গোলে বিধ্বস্ত! গাজায় আরও এক ফুটবলারের মৃত্যু, ইসরায়েলি হামলায় প্রাণ গেল মুহান্নাদের ঈদে শাকিব খানের নতুন চমক, অ্যাকশন সিনেমায় চুক্তিবদ্ধ হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন আর নেই আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড মিয়ানমারে কেএনডিএফ-এর হামলায় ভূপাতিত জান্তা সরকারের যুদ্ধবিমান বিশ্বে প্রথমবার তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো রাশিয়া শুটিংয়ের মাঝে অসুস্থ স্বস্তিকা দত্ত, হাসপাতালে ভর্তি চূড়ান্ত হলো দুই এল ক্লাসিকো, ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে ফিরছে রোমাঞ্চ চকরিয়ায় বাস দুর্ঘটনা: নিহত ২, আহত ৫

নতুন বাংলাদেশের স্বপ্ন: নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন দাবি নাহিদ ইসলামের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 45

ছবি সংগৃহীত

 

পুরোনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, নতুন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচন। মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘‘গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন হতে হবে। আমরা চাই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা দেশের মাটিতে করা হোক।’’ তিনি জানান, এনসিপি তাদের দলীয় কার্যক্রম দ্রুত তৃণমূল পর্যায়ে বিস্তার করবে এবং শিগগিরই নির্বাচন কমিশনে নিবন্ধন আবেদন করবে।

এসময়, নাহিদ ইসলাম সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় তাদের দলের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার ঘোষণা দেন। তার মতে, একটি নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার জন্য শক্তিশালী রাজনৈতিক কাঠামো তৈরি করা অত্যন্ত জরুরি।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, নাসিরুদ্দীন পাটোয়ারী, আব্দুল হান্নান মাসউদ, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম, তাসনিম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা কিছু সময় নীরবভাবে দাঁড়িয়ে থাকেন।

এতে স্পষ্ট হয়ে ওঠে, এনসিপি একটি নতুন রাজনৈতিক দৃষ্টিকোণ এবং গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য নিজেদের প্রস্তাবিত পথে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

নতুন বাংলাদেশের স্বপ্ন: নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন দাবি নাহিদ ইসলামের

আপডেট সময় ০১:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

 

পুরোনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, নতুন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচন। মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘‘গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন হতে হবে। আমরা চাই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা দেশের মাটিতে করা হোক।’’ তিনি জানান, এনসিপি তাদের দলীয় কার্যক্রম দ্রুত তৃণমূল পর্যায়ে বিস্তার করবে এবং শিগগিরই নির্বাচন কমিশনে নিবন্ধন আবেদন করবে।

এসময়, নাহিদ ইসলাম সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় তাদের দলের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার ঘোষণা দেন। তার মতে, একটি নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার জন্য শক্তিশালী রাজনৈতিক কাঠামো তৈরি করা অত্যন্ত জরুরি।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, নাসিরুদ্দীন পাটোয়ারী, আব্দুল হান্নান মাসউদ, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম, তাসনিম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা কিছু সময় নীরবভাবে দাঁড়িয়ে থাকেন।

এতে স্পষ্ট হয়ে ওঠে, এনসিপি একটি নতুন রাজনৈতিক দৃষ্টিকোণ এবং গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য নিজেদের প্রস্তাবিত পথে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।