ইন্দোনেশিয়ায় রমজান ও ঈদ উপলক্ষে যাতায়াত সহজ করতে পদক্ষেপ, বিমান ও মহাসড়ক টোল কমানোর ঘোষণা
ইন্দোনেশিয়ায় রমজান ও ঈদ উপলক্ষে যাতায়াত সহজ করতে পদক্ষেপ, বিমান ও মহাসড়ক টোল কমানোর ঘোষণা।
ইন্দোনেশিয়ায় পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ উপলক্ষে সাধারণ মানুষের যাতায়াত সুবিধার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়কে টোল কমানোর পাশাপাশি অভ্যন্তরীণ যাত্রীদের বিমান ভাড়া কমানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো।
দেশটির প্রেসিডেন্ট ২ মার্চ, রোববার এক সংবাদ সম্মেলনে জানান, এই পদক্ষেপের মাধ্যমে বিশেষ করে ঈদের সময় যাদের দীর্ঘ যাত্রার মাধ্যমে বাড়ি ফিরতে হয়, তাদের যাতায়াত হবে আরও সহজ ও সাশ্রয়ী।
তিনি বলেন, আগামী দুই সপ্তাহের জন্য বিমান ভাড়া কমানো হবে এবং প্রধান মহাসড়কগুলোর টোলের পরিমাণও কমানো হবে। সরকারের এই উদ্যোগ মুসলিম সম্প্রদায়ের রোজা রাখার কঠোর পরিশ্রম ও ঈদ উদযাপনের জন্য সহায়ক হবে, এমনটাই আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট সুবিয়ান্তো।
উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় ১ মার্চ, শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এই সময়ে ইন্দোনেশীয়রা তাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে স্বজনদের কাছে ফেরার চেষ্টা করেন। তাই সরকার দেশজুড়ে জনগণের যাতায়াত সহজ, নিরাপদ এবং সাশ্রয়ী করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে।
এটি সাধারণ জনগণের জন্য বিশেষভাবে সুবিধাজনক হতে চলেছে, যেহেতু ঈদ মৌসুমে যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পায় এবং অনেকেই বিভিন্ন শহর থেকে দূরের গন্তব্যে যাতায়াত করেন। এর ফলে সাশ্রয়ী খরচে ঈদের আনন্দ পরিবার ও আত্মীয়দের সঙ্গে ভাগাভাগি করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।