ঢাকা ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
তুরস্ক বিশ্ব রাজনীতিতে ‘পাকা খেলোয়াড়’ : এরদোয়ান মির্জা ফখরুলের সুস্থতা কামনা করলেন জামায়াত আমির বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন: নতুন নাম বাংলাদেশ স্যাটেলাইট-১ মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির দুই কর্মসূচি শাহজাদপুরে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড: তালাবদ্ধ সিঁড়ির ফাঁদে চারজনের মৃত্যু রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন: নীতিমালার প্রয়োজনীয়তা নিয়ে হাইকোর্টের রুল ইউক্রেনকে রক্ষা করতে যুক্তরাজ্যের ‘কোয়ালিশন অব উইলিং’ জোট গড়ার আহ্বান ইউক্রেনের পাশে ইউরোপ, স্টারমারের চার দফা কর্মসূচি: নতুন জোট গঠনের পরিকল্পনা লা লিগার শীর্ষে বার্সা, প্রিমিয়ার লিগের মুকুটের খুব কাছে লিভারপুল দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু-সহ সংক্রমণ

রেমিট্যান্স প্রবাহে নতুন উচ্চতা: ফেব্রুয়ারিতে এলো ২.৫৩ বিলিয়ন ডলার

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

প্রবাসী আয়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২.৫৩ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি।

রবিবার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এই অঙ্ক ছিল ২.০২ বিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে প্রবাসীদের অর্থপ্রেরণ বেড়েছে, যা রেমিট্যান্স বৃদ্ধির অন্যতম কারণ।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীরা সাধারণত রমজান মাস ও ঈদকে সামনে রেখে পরিবার-পরিজনের জন্য অতিরিক্ত অর্থ পাঠান। চলতি বছরেও এর ব্যতিক্রম হয়নি। পাশাপাশি, আনুষ্ঠানিক মুদ্রাবাজারের বিনিময় হার এখন তুলনামূলক বেশি হওয়ায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। এতে দেশীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে রেমিট্যান্স এসেছে ১৮.৪৯ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩.৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৪.৯৩ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া সরকার প্রবাসী আয় আনতে নানা উদ্যোগ নিচ্ছে, যা ভবিষ্যতে আরও ভালো ফল দেবে বলে আশা করা হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
৫০৫ বার পড়া হয়েছে

রেমিট্যান্স প্রবাহে নতুন উচ্চতা: ফেব্রুয়ারিতে এলো ২.৫৩ বিলিয়ন ডলার

আপডেট সময় ০৭:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

 

প্রবাসী আয়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২.৫৩ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি।

রবিবার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এই অঙ্ক ছিল ২.০২ বিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে প্রবাসীদের অর্থপ্রেরণ বেড়েছে, যা রেমিট্যান্স বৃদ্ধির অন্যতম কারণ।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীরা সাধারণত রমজান মাস ও ঈদকে সামনে রেখে পরিবার-পরিজনের জন্য অতিরিক্ত অর্থ পাঠান। চলতি বছরেও এর ব্যতিক্রম হয়নি। পাশাপাশি, আনুষ্ঠানিক মুদ্রাবাজারের বিনিময় হার এখন তুলনামূলক বেশি হওয়ায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। এতে দেশীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে রেমিট্যান্স এসেছে ১৮.৪৯ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩.৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৪.৯৩ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া সরকার প্রবাসী আয় আনতে নানা উদ্যোগ নিচ্ছে, যা ভবিষ্যতে আরও ভালো ফল দেবে বলে আশা করা হচ্ছে।