রেমিট্যান্স প্রবাহে নতুন উচ্চতা: ফেব্রুয়ারিতে এলো ২.৫৩ বিলিয়ন ডলার
প্রবাসী আয়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২.৫৩ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি।
রবিবার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এই অঙ্ক ছিল ২.০২ বিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে প্রবাসীদের অর্থপ্রেরণ বেড়েছে, যা রেমিট্যান্স বৃদ্ধির অন্যতম কারণ।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীরা সাধারণত রমজান মাস ও ঈদকে সামনে রেখে পরিবার-পরিজনের জন্য অতিরিক্ত অর্থ পাঠান। চলতি বছরেও এর ব্যতিক্রম হয়নি। পাশাপাশি, আনুষ্ঠানিক মুদ্রাবাজারের বিনিময় হার এখন তুলনামূলক বেশি হওয়ায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। এতে দেশীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে রেমিট্যান্স এসেছে ১৮.৪৯ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩.৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৪.৯৩ বিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া সরকার প্রবাসী আয় আনতে নানা উদ্যোগ নিচ্ছে, যা ভবিষ্যতে আরও ভালো ফল দেবে বলে আশা করা হচ্ছে।