ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
শান্তিরক্ষা মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান তুরস্ক বিশ্ব রাজনীতিতে ‘পাকা খেলোয়াড়’ : এরদোয়ান মির্জা ফখরুলের সুস্থতা কামনা করলেন জামায়াত আমির বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন: নতুন নাম বাংলাদেশ স্যাটেলাইট-১ মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির দুই কর্মসূচি শাহজাদপুরে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড: তালাবদ্ধ সিঁড়ির ফাঁদে চারজনের মৃত্যু রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন: নীতিমালার প্রয়োজনীয়তা নিয়ে হাইকোর্টের রুল ইউক্রেনকে রক্ষা করতে যুক্তরাজ্যের ‘কোয়ালিশন অব উইলিং’ জোট গড়ার আহ্বান ইউক্রেনের পাশে ইউরোপ, স্টারমারের চার দফা কর্মসূচি: নতুন জোট গঠনের পরিকল্পনা লা লিগার শীর্ষে বার্সা, প্রিমিয়ার লিগের মুকুটের খুব কাছে লিভারপুল

গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংকটের কারণে মাত্র ৩৮ দিনের মধ্যে আবারও বন্ধ হয়ে গেল ইউরিয়া উৎপাদন। ১ মার্চ রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কারখানা কর্তৃপক্ষ উৎপাদন স্থগিত করে।

গত বছর ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ না থাকায় সার উৎপাদন বন্ধ ছিল। তবে শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের পর ১৫ নভেম্বর গ্যাস সরবরাহ পুনরায় শুরু করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বাকগ্যাস)। এরপর সকল প্রক্রিয়া শেষ করে ২৩ জানুয়ারি থেকে উৎপাদন শুরু হয়।

আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন প্রায় ১,১৫০ টন ইউরিয়া উৎপাদন সম্ভব হলেও স্বাভাবিক উৎপাদন চলতে গ্যাসের চাহিদা থাকে প্রায় ৪৮ মিলিয়ন ঘনফুট। যদিও গ্যাস সংযোগ পুনরায় শুরু হয়, তবে চাপ কম থাকায় উৎপাদন পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। অবশেষে শনিবার সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয় এবং রাত থেকেই ইউরিয়া উৎপাদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) এ. বি. মাহমুদ জানান, গ্যাস ছাড়া সার উৎপাদন সম্ভব নয়, তাই কারখানার কার্যক্রম বন্ধ করা হয়েছে। তবে উৎপাদন কবে আবার শুরু হবে, তা নিয়ে কোনো স্পষ্ট তথ্য নেই।

বাকগ্যাসের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী জাহিদুর রেজা বলেন, সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। কবে আবার সরবরাহ শুরু হবে, তা সরকারই সিদ্ধান্ত নেবে এবং হয়তো চলতি মৌসুমে গ্যাস সংযোগ প্রদান করা হবে না।

এই নতুন সংকটের কারণে কৃষকদের কাছে সার সরবরাহে আরও সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
৫০৪ বার পড়া হয়েছে

গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ

আপডেট সময় ০৪:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংকটের কারণে মাত্র ৩৮ দিনের মধ্যে আবারও বন্ধ হয়ে গেল ইউরিয়া উৎপাদন। ১ মার্চ রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কারখানা কর্তৃপক্ষ উৎপাদন স্থগিত করে।

গত বছর ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ না থাকায় সার উৎপাদন বন্ধ ছিল। তবে শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের পর ১৫ নভেম্বর গ্যাস সরবরাহ পুনরায় শুরু করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বাকগ্যাস)। এরপর সকল প্রক্রিয়া শেষ করে ২৩ জানুয়ারি থেকে উৎপাদন শুরু হয়।

আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন প্রায় ১,১৫০ টন ইউরিয়া উৎপাদন সম্ভব হলেও স্বাভাবিক উৎপাদন চলতে গ্যাসের চাহিদা থাকে প্রায় ৪৮ মিলিয়ন ঘনফুট। যদিও গ্যাস সংযোগ পুনরায় শুরু হয়, তবে চাপ কম থাকায় উৎপাদন পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। অবশেষে শনিবার সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয় এবং রাত থেকেই ইউরিয়া উৎপাদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) এ. বি. মাহমুদ জানান, গ্যাস ছাড়া সার উৎপাদন সম্ভব নয়, তাই কারখানার কার্যক্রম বন্ধ করা হয়েছে। তবে উৎপাদন কবে আবার শুরু হবে, তা নিয়ে কোনো স্পষ্ট তথ্য নেই।

বাকগ্যাসের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী জাহিদুর রেজা বলেন, সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। কবে আবার সরবরাহ শুরু হবে, তা সরকারই সিদ্ধান্ত নেবে এবং হয়তো চলতি মৌসুমে গ্যাস সংযোগ প্রদান করা হবে না।

এই নতুন সংকটের কারণে কৃষকদের কাছে সার সরবরাহে আরও সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।