ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মেলা নিয়ে কুমারখালীতে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১১ ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টমস হাউস: এনবিআর অবসরপ্রাপ্ত বিমানসেনাদের জন্য ‘পেনশনার সল্যুশন’ ওয়েব পোর্টালের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ড-পুলিশের যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার এনবিআরের কলমবিরতিতে বাড়ছে রাজস্ব ঘাটতি, অর্থনীতিতে শঙ্কার ছায়া শাহরিয়ার সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ মহাকাশে চীনের এআই কম্পিউটার: ১২টি উপগ্রহ উৎক্ষেপণ, মোট পাঠানো হবে এরকম ২৮০০ টি স্যাটেলাইট সারা দেশে পুলিশের সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৬০৫ আসামি এবার চীনে আম রপ্তানির লক্ষ্য ১ লাখ ২০ হাজার মেট্রিক টন দারিদ্র্যের মূল কারণ ভূমি দখল ও আইনি ত্রুটি: পরিকল্পনা উপদেষ্টা

রমজানে চলবে ডিবি পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশন’: ডিবিপ্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫২:১০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 32

ছবি সংগৃহীত

 

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, আসন্ন রমজান মাসে রাজধানী ঢাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করবে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) বিশেষ শাখা। এই অভিযানটি মূলত অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত হবে।

শনিবার (১ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা জনগণের আস্থা অর্জন করতে চাই, তবে অপরাধীদের জন্য আমাদের উদ্দেশ্য হলো আতঙ্ক তৈরি করা। তাদের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশন’ চালানো হবে।”

রেজাউল করিম মল্লিক আরও জানান, রমজান মাসে রাজধানীসহ বিভিন্ন এলাকা বিশেষ নজরদারির আওতায় থাকবে। মূলত সন্ত্রাসী ও অপরাধীদের দমন করতেই এই অভিযান। তিনি বলেন, “অপরাধীদের কোনো স্থান দেওয়া হবে না। এই অভিযানে আমাদের লক্ষ্য হলো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া এবং শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা।”

এছাড়া তিনি আশ্বস্ত করেন, পবিত্র রমজান মাসে মুসলমানদের ধর্মীয় ভাবাবেগ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ তৎপর থাকবে। রাজধানীতে রমজান উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে এবং কোনো ধরনের অরাজকতা যাতে না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

ডিবি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধীদের দমন করতে সফল হলে ঢাকার নিরাপত্তা পরিস্থিতি আরও উন্নত হবে এবং রাজধানীর সাধারণ মানুষ আরও বেশি নিরাপদবোধ করবে।

নিউজটি শেয়ার করুন

রমজানে চলবে ডিবি পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশন’: ডিবিপ্রধান

আপডেট সময় ০৫:৫২:১০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

 

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, আসন্ন রমজান মাসে রাজধানী ঢাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করবে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) বিশেষ শাখা। এই অভিযানটি মূলত অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত হবে।

শনিবার (১ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা জনগণের আস্থা অর্জন করতে চাই, তবে অপরাধীদের জন্য আমাদের উদ্দেশ্য হলো আতঙ্ক তৈরি করা। তাদের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশন’ চালানো হবে।”

রেজাউল করিম মল্লিক আরও জানান, রমজান মাসে রাজধানীসহ বিভিন্ন এলাকা বিশেষ নজরদারির আওতায় থাকবে। মূলত সন্ত্রাসী ও অপরাধীদের দমন করতেই এই অভিযান। তিনি বলেন, “অপরাধীদের কোনো স্থান দেওয়া হবে না। এই অভিযানে আমাদের লক্ষ্য হলো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া এবং শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা।”

এছাড়া তিনি আশ্বস্ত করেন, পবিত্র রমজান মাসে মুসলমানদের ধর্মীয় ভাবাবেগ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ তৎপর থাকবে। রাজধানীতে রমজান উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে এবং কোনো ধরনের অরাজকতা যাতে না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

ডিবি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধীদের দমন করতে সফল হলে ঢাকার নিরাপত্তা পরিস্থিতি আরও উন্নত হবে এবং রাজধানীর সাধারণ মানুষ আরও বেশি নিরাপদবোধ করবে।