আজ নির্ধারিত হবে রোজার শুরু, সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক
বাংলাদেশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার বিষয়টি পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে শনিবার (১ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে কিনা, তা নির্ধারণ করা হবে।
এদিকে, দেশের বিভিন্ন স্থানে রমজান মাসের চাঁদ দেখা গেলে, তা দ্রুত জানানো জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখা সংক্রান্ত তথ্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জানাতে টেলিফোন ও ফ্যাক্স নম্বরে যোগাযোগ করার পাশাপাশি স্থানীয় জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকেও বিষয়টি অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।
ধর্মপ্রাণ মুসলমানদের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ মাসের রোজা শুরু হওয়ার সঠিক তারিখ জানার জন্য দেশের সব অঞ্চলের বাসিন্দারা চাঁদ দেখার খবরের অপেক্ষায় থাকেন। জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা সেই অপেক্ষার সমাপ্তি ঘটাবে এবং রমজান মাসের সূচনা নিশ্চিত করবে।