নতুন সংগঠন থেকে পদত্যাগ: গণতান্ত্রিক ছাত্র সংসদের দুই সমন্বয়ক বিদায়
সদ্য আত্মপ্রকাশ করা ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে এই ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে তারা ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
পদত্যাগ করা দুইজন হলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মেহেদী সজীব এবং যুগ্ম সদস্য সচিব সালাহউদ্দিন আম্মার। তারা উভয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার ২০৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে ৬ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে মেহেদী সজীব এবং ১ নম্বর যুগ্ম সদস্য সচিব হিসেবে সালাহউদ্দিন আম্মারের নাম ঘোষণা করা হয়।
নাম ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের এই সিদ্ধান্ত নেন তারা।