১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

শেষ ম্যাচের আগে কোচের উদ্বেগ: ‘প্রস্তুতি ভালো হয়নি’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 97

ছবি: সংগৃহীত

 

বিপিএল শেষ হতে না হতেই বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন শুরু হয়ে গেছে। ৭ তারিখের ফাইনালের পর ২০ তারিখে প্রথম ম্যাচ। যেখানে অন্য দেশগুলো ওয়ানডে সিরিজ দিয়ে ৫০ ওভারের ক্রিকেটের জন্য নিজেদের প্রস্তুত করেছে, সেখানে বাংলাদেশের ভরসা ছিল ২০ ওভারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

এ কারণে টাইগাররা খুব বেশি অনুশীলনের সুযোগ পায়নি। মিরপুরে ক্লোজ ডোর অনুশীলনই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি। তবে, এই প্রস্তুতির ফলাফল তেমন ভালো হয়নি, তা এখন স্পষ্ট। আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে নামার আগে দলের সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন প্রস্তুতির ঘাটতির কথা উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমাদের প্রস্তুতি খুব ভালো হয়নি। এটা একটি বড় ফ্যাক্টর ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে আসলে আপনাকে দ্রুত মানিয়ে নিতে হবে। টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি ও ওয়ানডেতে খেলার জন্য প্রস্তুতি নিতে হয়।”

সালাহউদ্দিন আরও বলেন, “এটা কোন অজুহাত নয়, তবে দ্রুতই মানিয়ে নিতে হবে। সংস্করণ পরিবর্তনে মানসিক দিকগুলো দ্রুত আয়ত্ত করতে হবে, তবেই আমরা ভালো করতে পারব।”

তিনি প্রস্তুতির পার্থক্য তুলে ধরে বলেন, “যদি দেখেন, অন্যান্য দলগুলো যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছে। তারা ত্রিদেশীয় সিরিজ খেলেছে। ভারত ও ইংল্যান্ডও ৫০ ওভারের প্রস্তুতি নিয়েছে, কিন্তু আমরা সেটি করতে পারিনি।”

এছাড়া, বোর্ডের পরিকল্পনার বিষয়টিও উল্লেখ করেন তিনি: “আমরা বিপিএল খেলার পর দুই দিন পর ফ্লাই করেছি। প্রস্তুতি একটি বড় ব্যাপার। পরিকল্পনা তৈরি করতে হবে, যা শুধুমাত্র খেলোয়াড়দের নয়, আমাদের ম্যানেজমেন্টকেও গুরুত্ব দিতে হবে।”

নিউজটি শেয়ার করুন

শেষ ম্যাচের আগে কোচের উদ্বেগ: ‘প্রস্তুতি ভালো হয়নি’

আপডেট সময় ১০:১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

 

বিপিএল শেষ হতে না হতেই বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন শুরু হয়ে গেছে। ৭ তারিখের ফাইনালের পর ২০ তারিখে প্রথম ম্যাচ। যেখানে অন্য দেশগুলো ওয়ানডে সিরিজ দিয়ে ৫০ ওভারের ক্রিকেটের জন্য নিজেদের প্রস্তুত করেছে, সেখানে বাংলাদেশের ভরসা ছিল ২০ ওভারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

এ কারণে টাইগাররা খুব বেশি অনুশীলনের সুযোগ পায়নি। মিরপুরে ক্লোজ ডোর অনুশীলনই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি। তবে, এই প্রস্তুতির ফলাফল তেমন ভালো হয়নি, তা এখন স্পষ্ট। আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে নামার আগে দলের সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন প্রস্তুতির ঘাটতির কথা উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমাদের প্রস্তুতি খুব ভালো হয়নি। এটা একটি বড় ফ্যাক্টর ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে আসলে আপনাকে দ্রুত মানিয়ে নিতে হবে। টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি ও ওয়ানডেতে খেলার জন্য প্রস্তুতি নিতে হয়।”

সালাহউদ্দিন আরও বলেন, “এটা কোন অজুহাত নয়, তবে দ্রুতই মানিয়ে নিতে হবে। সংস্করণ পরিবর্তনে মানসিক দিকগুলো দ্রুত আয়ত্ত করতে হবে, তবেই আমরা ভালো করতে পারব।”

তিনি প্রস্তুতির পার্থক্য তুলে ধরে বলেন, “যদি দেখেন, অন্যান্য দলগুলো যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছে। তারা ত্রিদেশীয় সিরিজ খেলেছে। ভারত ও ইংল্যান্ডও ৫০ ওভারের প্রস্তুতি নিয়েছে, কিন্তু আমরা সেটি করতে পারিনি।”

এছাড়া, বোর্ডের পরিকল্পনার বিষয়টিও উল্লেখ করেন তিনি: “আমরা বিপিএল খেলার পর দুই দিন পর ফ্লাই করেছি। প্রস্তুতি একটি বড় ব্যাপার। পরিকল্পনা তৈরি করতে হবে, যা শুধুমাত্র খেলোয়াড়দের নয়, আমাদের ম্যানেজমেন্টকেও গুরুত্ব দিতে হবে।”