ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের মণিপুরে দুর্বৃত্তদের গুলিতে কুকি জনগোষ্ঠীর ৪ জন নিহত জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য হবে না: অর্থ উপদেষ্টা জুলাই থেকে কক্সবাজারে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট বিএনপি ধরে নিয়েছে তারা ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম চালাবে: জামায়াত নায়েবে আমির ফোনালাপ বিতর্কে সাময়িক বরখাস্ত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের মূল মর্মবাণী ছিল ফ্যাসিবাদ দূর করে একটি নতুন বাংলাদেশ গড়া: প্রধান উপদেষ্টা ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে মাদরাসাছাত্রীর মৃত্যু, নিখোঁজ আরও ২ শিশু যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে দুই ইঞ্জিনিয়ারসহ নিহত ৩ অবশেষে পরীক্ষায় বসলেন আনিসা জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব: আহ্বায়ক নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের জন্য নতুন সতর্কতা: জরিমানা ও কারাদণ্ডের বিধান প্রস্তাব করলেন ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 46

ছবি সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রে বসবাসরত যেসব অবৈধ অভিবাসী কেন্দ্রীয় সরকারের কাছে নিবন্ধিত হননি, তাদের জন্য নতুন সতর্কতা জারি করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। সংশ্লিষ্টরা উল্লেখযোগ্য জরিমানা, সম্ভাব্য কারাদণ্ড কিংবা দুটোরই মুখোমুখি হতে পারেন। গত ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে হোমল্যান্ড সিকিউরিটি।

হোমল্যান্ড সিকিউরিটির এক মুখপাত্র জানান, ‘ট্রাম্প প্রশাসন অভিবাসন আইন পুরোপুরি প্রয়োগ করবে। কোনো আইন বেছে বেছে প্রয়োগ করা হবে না। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আমাদের মাতৃভূমি এবং দেশের সব নাগরিকের সুরক্ষা, এবং জানাটা যে, কে আমাদের দেশে অবস্থান করছেন।’

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার ওয়েবসাইট অনুযায়ী, ১৪ বছরের বেশি বয়সী যেসব অভিবাসী মার্কিন ভিসার জন্য আবেদন করেছেন, কিন্তু নিবন্ধিত হননি কিংবা আঙুলের ছাপ দেননি এবং যাঁরা ৩০ দিন বা তার বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের নিবন্ধন এবং আঙুলের ছাপ প্রদান বাধ্যতামূলক।

যখন অভিবাসী নিবন্ধন করবেন এবং আঙুলের ছাপ দেবেন, তখন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ একটি প্রমাণপত্র সরবরাহ করবে, যা ১৮ বছরের বেশি বয়সী অভিবাসীদের সব সময় সঙ্গে রাখতে হবে।

২০২১ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে পুনরায় ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসন প্রতিরোধে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে অভিবাসীদের নিবন্ধন নিশ্চিত করতে নির্দেশ দেন। এ ছাড়া, ট্রাম্প প্রশাসন বাইডেন সরকারের সিবিপি ওয়ান এন্ট্রি কর্মসূচি বন্ধ করারও চেষ্টা করছে, যা লাখ লাখ অভিবাসীকে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দিয়েছিল।

এটি দেশের অভিবাসন নীতি নিয়ে নতুন মাত্রা যোগ করেছে এবং কঠোর আইন প্রয়োগের সংকেত দেয়।

 

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের জন্য নতুন সতর্কতা: জরিমানা ও কারাদণ্ডের বিধান প্রস্তাব করলেন ট্রাম্প

আপডেট সময় ০১:৪০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

 

যুক্তরাষ্ট্রে বসবাসরত যেসব অবৈধ অভিবাসী কেন্দ্রীয় সরকারের কাছে নিবন্ধিত হননি, তাদের জন্য নতুন সতর্কতা জারি করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। সংশ্লিষ্টরা উল্লেখযোগ্য জরিমানা, সম্ভাব্য কারাদণ্ড কিংবা দুটোরই মুখোমুখি হতে পারেন। গত ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে হোমল্যান্ড সিকিউরিটি।

হোমল্যান্ড সিকিউরিটির এক মুখপাত্র জানান, ‘ট্রাম্প প্রশাসন অভিবাসন আইন পুরোপুরি প্রয়োগ করবে। কোনো আইন বেছে বেছে প্রয়োগ করা হবে না। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আমাদের মাতৃভূমি এবং দেশের সব নাগরিকের সুরক্ষা, এবং জানাটা যে, কে আমাদের দেশে অবস্থান করছেন।’

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার ওয়েবসাইট অনুযায়ী, ১৪ বছরের বেশি বয়সী যেসব অভিবাসী মার্কিন ভিসার জন্য আবেদন করেছেন, কিন্তু নিবন্ধিত হননি কিংবা আঙুলের ছাপ দেননি এবং যাঁরা ৩০ দিন বা তার বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের নিবন্ধন এবং আঙুলের ছাপ প্রদান বাধ্যতামূলক।

যখন অভিবাসী নিবন্ধন করবেন এবং আঙুলের ছাপ দেবেন, তখন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ একটি প্রমাণপত্র সরবরাহ করবে, যা ১৮ বছরের বেশি বয়সী অভিবাসীদের সব সময় সঙ্গে রাখতে হবে।

২০২১ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে পুনরায় ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসন প্রতিরোধে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে অভিবাসীদের নিবন্ধন নিশ্চিত করতে নির্দেশ দেন। এ ছাড়া, ট্রাম্প প্রশাসন বাইডেন সরকারের সিবিপি ওয়ান এন্ট্রি কর্মসূচি বন্ধ করারও চেষ্টা করছে, যা লাখ লাখ অভিবাসীকে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দিয়েছিল।

এটি দেশের অভিবাসন নীতি নিয়ে নতুন মাত্রা যোগ করেছে এবং কঠোর আইন প্রয়োগের সংকেত দেয়।