ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

কঙ্গোতে সংঘাতের তীব্রতা: জানুয়ারি থেকে নিহত ৭ হাজার, লাখো মানুষ আশ্রয়হীন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 65

ছবি সংগৃহীত

 

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) এর পূর্বাঞ্চলে চলমান সংঘাতে নিহতের সংখ্যা ৭ হাজারেরও বেশি ছাড়িয়েছে। সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক উচ্চ পর্যায়ের বৈঠকে পূর্ব কঙ্গোর প্রধানমন্ত্রী জানায়, জানুয়ারি মাস থেকে শুরু হওয়া এ সংঘাতে প্রায় ৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

প্রধানমন্ত্রী জুডিথ সুমিনাওয়া তুলুকা জানান, সংঘাতের কারণে ৯০টি বাস্তুচ্যুত শিবির ধ্বংস হয়ে গেছে, যার ফলে প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে। তিনি বলেন, “এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর অগ্রযাত্রা, যা দীর্ঘ এক দশকের সংঘাতের মধ্যে সবচেয়ে ভয়াবহ, পূর্ব কঙ্গোতে যুদ্ধের নতুন আশঙ্কা তৈরি করেছে।”

তিনি আরও জানান, নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমায় প্রায় ৩ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, এবং পরিচয় শনাক্ত না করা প্রায় ২ হাজার ৫০০ জনের মরদেহ ইতোমধ্যে দাফন করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ মর্গে ১ হাজার ৫০০ জনের বেশি লাশ এখনও পড়ে রয়েছে।

এদিকে, রুয়ান্ডা সরকার কঙ্গো ও জাতিসংঘের অভিযোগ অস্বীকার করেছে যে তারা বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে। প্রধানমন্ত্রী সুমিনাওয়া বিশ্ব সম্প্রদায়ের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এই সংঘাতের শিকার মানুষের অবর্ণনীয় যন্ত্রণাকে গুরুত্ব দিতে হবে।”

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসও এ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “বিশ্বজুড়ে মানবাধিকার সংকটে পড়েছে, এবং কঙ্গোতে এই লঙ্ঘন আরও ভয়াবহ আকার ধারণ করেছে।”

চলমান সংকটের দ্রুত সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ জরুরি।

 

নিউজটি শেয়ার করুন

কঙ্গোতে সংঘাতের তীব্রতা: জানুয়ারি থেকে নিহত ৭ হাজার, লাখো মানুষ আশ্রয়হীন

আপডেট সময় ১২:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

 

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) এর পূর্বাঞ্চলে চলমান সংঘাতে নিহতের সংখ্যা ৭ হাজারেরও বেশি ছাড়িয়েছে। সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক উচ্চ পর্যায়ের বৈঠকে পূর্ব কঙ্গোর প্রধানমন্ত্রী জানায়, জানুয়ারি মাস থেকে শুরু হওয়া এ সংঘাতে প্রায় ৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

প্রধানমন্ত্রী জুডিথ সুমিনাওয়া তুলুকা জানান, সংঘাতের কারণে ৯০টি বাস্তুচ্যুত শিবির ধ্বংস হয়ে গেছে, যার ফলে প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে। তিনি বলেন, “এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর অগ্রযাত্রা, যা দীর্ঘ এক দশকের সংঘাতের মধ্যে সবচেয়ে ভয়াবহ, পূর্ব কঙ্গোতে যুদ্ধের নতুন আশঙ্কা তৈরি করেছে।”

তিনি আরও জানান, নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমায় প্রায় ৩ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, এবং পরিচয় শনাক্ত না করা প্রায় ২ হাজার ৫০০ জনের মরদেহ ইতোমধ্যে দাফন করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ মর্গে ১ হাজার ৫০০ জনের বেশি লাশ এখনও পড়ে রয়েছে।

এদিকে, রুয়ান্ডা সরকার কঙ্গো ও জাতিসংঘের অভিযোগ অস্বীকার করেছে যে তারা বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে। প্রধানমন্ত্রী সুমিনাওয়া বিশ্ব সম্প্রদায়ের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এই সংঘাতের শিকার মানুষের অবর্ণনীয় যন্ত্রণাকে গুরুত্ব দিতে হবে।”

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসও এ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “বিশ্বজুড়ে মানবাধিকার সংকটে পড়েছে, এবং কঙ্গোতে এই লঙ্ঘন আরও ভয়াবহ আকার ধারণ করেছে।”

চলমান সংকটের দ্রুত সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ জরুরি।