রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
ইউক্রেন যুদ্ধের তিন বছর, যুদ্ধ বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ

- আপডেট সময় ০৭:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫১৯ বার পড়া হয়েছে
ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণের তিন বছর পূর্ণ হলো, এবং এই সময়ে যুদ্ধের একাধিক পাল্টা-হামলার মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই দেশের বহু অঞ্চল। শান্তির জন্য বারবার আলোচনা হলেও, যুদ্ধ এখনও থামেনি।
ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তিতে বিশ্বব্যাপী ব্যাপক বিক্ষোভের ঢেউ উঠেছে। কানাডা, ফ্রান্স, তাইওয়ান, গ্রিসসহ বিভিন্ন দেশে মানুষ রাস্তায় নেমে এসেছে, যেখানে ইউক্রেনীয়দের পাশাপাশি স্থানীয় নাগরিকরাও অংশ নেন। এই বিক্ষোভে হামলা বন্ধে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে আলোচনায় ইউক্রেনের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয়।
ফ্রান্সের প্যারিসে রোববার (২৩ ফেব্রুয়ারি) বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে ইউক্রেনীয়দের পাশাপাশি ফরাসি নাগরিকরা অংশ নেন। তারা স্লোগান দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। বিক্ষোভকারীরা স্পষ্টভাবে বলেন, “ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়।”
কানাডার টরন্টোতে শত শত মানুষ রাস্তায় নেমে রুশ বাহিনীর আগ্রাসন বন্ধের দাবি জানান। এরই মধ্যে, লন্ডনের রুশ দূতাবাসের সামনে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেন, একইভাবে গ্রিসের এথেন্স এবং চিলির সান্তিয়াগোতেও প্রতিবাদ প্রকাশ পায়।
বিশ্বজুড়ে বিক্ষোভের সময়, ইউক্রেনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই আন্দোলনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুদ্ধের অবসান এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান আরও জোরালো হয়েছে।