ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

সেনাবাহিনী প্রধানের আহ্বান: ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 40

ছবি সংগৃহীত

 

সেনাসদস্যদের ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল আচরণ অপরিহার্য।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, “আমরা ভাবছিলাম দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরব। কিন্তু কাজ দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে। তাই ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি সেনাসদস্যদের সতর্ক করে বলেন, “উশৃঙ্খল আচরণ পরিহার করতে হবে এবং প্রয়োজন ছাড়া অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। শান্তি-শৃঙ্খলা রক্ষায় যত কম বল প্রয়োগ করা যায়, ততই ভালো।”

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ফায়ারিং প্রতিযোগিতার ভূমিকা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, “একজন দক্ষ সেনাসদস্যের জন্য নিখুঁত ফায়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছর এই প্রতিযোগিতা সেনাসদস্যদের দক্ষতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যেখানে প্রথম স্থান অর্জন করে ৩৩ পদাতিক ডিভিশন এবং রানারআপ হয় ৭ বিগ্রেড ডিভিশন। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সেনাবাহিনী প্রধানের আহ্বান: ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

আপডেট সময় ০৫:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

 

সেনাসদস্যদের ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল আচরণ অপরিহার্য।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, “আমরা ভাবছিলাম দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরব। কিন্তু কাজ দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে। তাই ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি সেনাসদস্যদের সতর্ক করে বলেন, “উশৃঙ্খল আচরণ পরিহার করতে হবে এবং প্রয়োজন ছাড়া অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। শান্তি-শৃঙ্খলা রক্ষায় যত কম বল প্রয়োগ করা যায়, ততই ভালো।”

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ফায়ারিং প্রতিযোগিতার ভূমিকা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, “একজন দক্ষ সেনাসদস্যের জন্য নিখুঁত ফায়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছর এই প্রতিযোগিতা সেনাসদস্যদের দক্ষতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যেখানে প্রথম স্থান অর্জন করে ৩৩ পদাতিক ডিভিশন এবং রানারআপ হয় ৭ বিগ্রেড ডিভিশন। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।