ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন-বিরোধী উস্কানির অভিযোগ: হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করল ট্রাম্প সরকারি দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়লো: কার্যকর ১ জুলাই থেকে ভূমি সেবায় হয়রানির অবসান ঘটাতে মন্ত্রণালয় অঙ্গীকারাবদ্ধ: সিনিয়র সচিব কাশ্মীরে বন্দুকযুদ্ধে ১ ভারতীয় সেনা নিহত: নতুন করে বাড়ছে উত্তেজনা তারেক রহমানের প্রত্যাবর্তনে ‘বাধা সৃষ্টি করছে’ সরকারের একটি অংশ: রিজভী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবেশ উপেক্ষিত থাকলে টেকসই উন্নয়ন সম্ভব নয়: রিজওয়ানা হাসান রামগড়ে সীমান্তে ৫ জনকে পুশইন করেছে বিএসএফ শক্তিশালী মেঘমালায় উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাপানে ৫০ নারীকে ধর্ষণের অভিযোগে ট্যাক্সিচালক গ্রেপ্তার, ৩০০০ ছবি-ভিডিও উদ্ধার

বৈষম্যবিরোধীদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ: স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 31

ছবি সংগৃহীত

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এক নতুন ছাত্র সংগঠন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ এই সংগঠন গঠন করতে যাচ্ছে। সংগঠনের মূল স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ এবং এটি স্বতন্ত্রভাবে কাজ করবে, জানিয়েছে সংশ্লিষ্টরা।

নতুন সংগঠনের নেতৃত্বে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার, যিনি কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন আব্দুল কাদের। সংগঠনটির কাঠামোতে আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং সংগঠক পদের ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন আশরেফা খাতুন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হিসেবে থাকবেন রাফিয়া রেহনুমা হৃদি।

নতুন সংগঠনটি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু শিক্ষাঙ্গন পরিবেশ নিশ্চিতকরণ এবং নিয়মিত ছাত্রদের নেতৃত্বে আনার লক্ষ্য নিয়ে কাজ করবে। নেতা নির্বাচনে সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর নির্ধারণ করা হয়েছে, এবং বিশ্ববিদ্যালয় কমিটিতে অনার্সে ভর্তির পর সর্বোচ্চ সাত বছর সদস্য বা পদ পাওয়ার সুযোগ থাকবে।

এছাড়া, নারীদের জন্য ‘কমফোর্ট পলিটিকস’ তৈরির বিষয়টি তাদের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

আব্দুল কাদের বলেন, “আমরা লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের সংগঠন কোন রাজনৈতিক দলের অ্যাজেন্ডা বাস্তবায়ন করবে না।”

 

নিউজটি শেয়ার করুন

বৈষম্যবিরোধীদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ: স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’

আপডেট সময় ০২:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এক নতুন ছাত্র সংগঠন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ এই সংগঠন গঠন করতে যাচ্ছে। সংগঠনের মূল স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ এবং এটি স্বতন্ত্রভাবে কাজ করবে, জানিয়েছে সংশ্লিষ্টরা।

নতুন সংগঠনের নেতৃত্বে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার, যিনি কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন আব্দুল কাদের। সংগঠনটির কাঠামোতে আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং সংগঠক পদের ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন আশরেফা খাতুন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হিসেবে থাকবেন রাফিয়া রেহনুমা হৃদি।

নতুন সংগঠনটি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু শিক্ষাঙ্গন পরিবেশ নিশ্চিতকরণ এবং নিয়মিত ছাত্রদের নেতৃত্বে আনার লক্ষ্য নিয়ে কাজ করবে। নেতা নির্বাচনে সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর নির্ধারণ করা হয়েছে, এবং বিশ্ববিদ্যালয় কমিটিতে অনার্সে ভর্তির পর সর্বোচ্চ সাত বছর সদস্য বা পদ পাওয়ার সুযোগ থাকবে।

এছাড়া, নারীদের জন্য ‘কমফোর্ট পলিটিকস’ তৈরির বিষয়টি তাদের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

আব্দুল কাদের বলেন, “আমরা লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের সংগঠন কোন রাজনৈতিক দলের অ্যাজেন্ডা বাস্তবায়ন করবে না।”