ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের সামরিক শক্তি প্রদর্শনে শুরু হচ্ছে বৃহৎ মহড়া তাসমান সাগরে চীনের সামরিক মহড়া, উড়োজাহাজের রুট পরিবর্তন ক্রিপ্টো দুনিয়ার সবচেয়ে বড় হ্যাক: Bybit থেকে উধাও ১.৪৬ বিলিয়ন ডলার! রংপুরে সরকারি ও বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, সড়ক অবরোধ পেরুর শপিং সেন্টারে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪ সুনামগঞ্জে শিরনি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, ৩০ জন আহত পরিবেশ রক্ষাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: পরিবেশ উপদেষ্টা সুযোগ পেলে রাষ্ট্র পুনর্গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: তারেক রহমান তেঁতুল কাঠের ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেলের পুষ্টিগুণ, উপকারিতা ও চেনার উপায় ডিপিএলে ২০২৫ মৌসুমে নাম তুললেন সাকিব, তবে কি দেশে ফেরার ইঙ্গিত?

ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, স্থানীয়দের হাতে আটক যুবক

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা করতে গিয়ে আটক হয়েছেন সাইফুল ইসলাম চাঁন (২৯) নামে এক যুবক। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বুইচাকাঠী এলাকা থেকে স্থানীয়দের হাতে ধরা পড়েন তিনি। পরে তাকে নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

আটক সাইফুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে।
প্রতারণার ঘটনা শুরু হয়, যখন সাইফুল ইসলাম অনলাইনে একটি মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। “এ্যাপাচি ফোরভি” মডেলের মোটরসাইকেলটি বিক্রির জন্য বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে এক ব্যক্তি সাইফুলের সাথে যোগাযোগ করেন।

মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় পৌঁছান তিনি। এরপর সাইফুল ইসলাম প্রশান্ত দাসকে নাজিরপুরের বুইচাকাঠী এলাকায় নিয়ে যান।

সেখানেই, সাইফুল ইসলামসহ আরও দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি দেখে প্রশান্ত দাস চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সাইফুল ইসলামকে ধরে ফেলেন। এ সময় বাকি দুই সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানায়, আটক সাইফুল ইসলামের কাছ থেকে একটি পুলিশ জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
৫১০ বার পড়া হয়েছে

ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, স্থানীয়দের হাতে আটক যুবক

আপডেট সময় ০১:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

 

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা করতে গিয়ে আটক হয়েছেন সাইফুল ইসলাম চাঁন (২৯) নামে এক যুবক। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বুইচাকাঠী এলাকা থেকে স্থানীয়দের হাতে ধরা পড়েন তিনি। পরে তাকে নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

আটক সাইফুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে।
প্রতারণার ঘটনা শুরু হয়, যখন সাইফুল ইসলাম অনলাইনে একটি মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। “এ্যাপাচি ফোরভি” মডেলের মোটরসাইকেলটি বিক্রির জন্য বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে এক ব্যক্তি সাইফুলের সাথে যোগাযোগ করেন।

মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় পৌঁছান তিনি। এরপর সাইফুল ইসলাম প্রশান্ত দাসকে নাজিরপুরের বুইচাকাঠী এলাকায় নিয়ে যান।

সেখানেই, সাইফুল ইসলামসহ আরও দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি দেখে প্রশান্ত দাস চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সাইফুল ইসলামকে ধরে ফেলেন। এ সময় বাকি দুই সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানায়, আটক সাইফুল ইসলামের কাছ থেকে একটি পুলিশ জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।