০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা

ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, স্থানীয়দের হাতে আটক যুবক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 110

ছবি সংগৃহীত

 

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা করতে গিয়ে আটক হয়েছেন সাইফুল ইসলাম চাঁন (২৯) নামে এক যুবক। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বুইচাকাঠী এলাকা থেকে স্থানীয়দের হাতে ধরা পড়েন তিনি। পরে তাকে নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

আটক সাইফুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে।
প্রতারণার ঘটনা শুরু হয়, যখন সাইফুল ইসলাম অনলাইনে একটি মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। “এ্যাপাচি ফোরভি” মডেলের মোটরসাইকেলটি বিক্রির জন্য বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে এক ব্যক্তি সাইফুলের সাথে যোগাযোগ করেন।

বিজ্ঞাপন

মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় পৌঁছান তিনি। এরপর সাইফুল ইসলাম প্রশান্ত দাসকে নাজিরপুরের বুইচাকাঠী এলাকায় নিয়ে যান।

সেখানেই, সাইফুল ইসলামসহ আরও দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি দেখে প্রশান্ত দাস চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সাইফুল ইসলামকে ধরে ফেলেন। এ সময় বাকি দুই সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানায়, আটক সাইফুল ইসলামের কাছ থেকে একটি পুলিশ জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

 

নিউজটি শেয়ার করুন

ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, স্থানীয়দের হাতে আটক যুবক

আপডেট সময় ০১:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

 

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা করতে গিয়ে আটক হয়েছেন সাইফুল ইসলাম চাঁন (২৯) নামে এক যুবক। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বুইচাকাঠী এলাকা থেকে স্থানীয়দের হাতে ধরা পড়েন তিনি। পরে তাকে নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

আটক সাইফুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে।
প্রতারণার ঘটনা শুরু হয়, যখন সাইফুল ইসলাম অনলাইনে একটি মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। “এ্যাপাচি ফোরভি” মডেলের মোটরসাইকেলটি বিক্রির জন্য বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে এক ব্যক্তি সাইফুলের সাথে যোগাযোগ করেন।

বিজ্ঞাপন

মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় পৌঁছান তিনি। এরপর সাইফুল ইসলাম প্রশান্ত দাসকে নাজিরপুরের বুইচাকাঠী এলাকায় নিয়ে যান।

সেখানেই, সাইফুল ইসলামসহ আরও দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি দেখে প্রশান্ত দাস চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সাইফুল ইসলামকে ধরে ফেলেন। এ সময় বাকি দুই সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানায়, আটক সাইফুল ইসলামের কাছ থেকে একটি পুলিশ জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।