০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

প্রথমবার মোংলা বন্দরে রেলপথে পণ্য পরিবহন: নতুন দিগন্তের সূচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 114

ছবি সংগৃহীত

 

মোংলা বন্দর দিয়ে রেলপথে পণ্য পরিবহন শুরু হয়েছে। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ৩০টি ওয়াগনে প্রায় এক হাজার ৫০ টন চিটাগুড় সিরাজগঞ্জের বাঘাবাড়ি পৌঁছেছে। বাকী পণ্য সড়কপথ ও রেলপথে ধাপে ধাপে পরিবহন করা হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক মো. মাকরুজ্জামান জানান, ৬ ফেব্রুয়ারি পানামা পতাকাবাহী এমটি ডলফিন-১৯ জাহাজে প্রায় ১৫০০ মেট্রিকটন চিটাগুড় মোংলা বন্দরে আসে। এই পণ্য পরে ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে সংরক্ষণ করা হয়। গত শুক্রবার থেকে সেই পণ্য রেলপথে সিরাজগঞ্জের উদ্দেশ্যে পাঠানো হয়।

বিজ্ঞাপন

তবে, মোংলা বন্দর কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই রেলপথে পণ্য পরিবহন আনুষ্ঠানিক নয়। খুলনা-মোংলা রেলপথের জন্য একটি বৃহত্তর পরিকল্পনা রয়েছে, তবে তা বাস্তবায়নের জন্য সরকারের তৎপরতা প্রয়োজন।

বিগত আওয়ামী সরকারের আমলে খুলনা-মোংলা রেলপথ একটি মেগা প্রকল্প হিসেবে শুরু হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল মোংলা বন্দরের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্থাপন এবং আন্তর্জাতিক পণ্য পরিবহন সহজতর করা। কিন্তু দীর্ঘদিনেও প্রকল্পটি বাস্তবায়িত না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বেড়ে চলছে।

মোংলা বন্দর বার্থ-শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন বলেন, “পণ্য পরিবহন ট্রেন চালু না হওয়ায় ব্যবসায়ীরা উপকৃত হচ্ছেন না। মোংলা বন্দর থেকে সরাসরি দেশের বিভিন্ন অঞ্চলে এবং আন্তর্জাতিকভাবে পণ্য পরিবহন করতে হবে।”

২০১০ সালের ২১ ডিসেম্বর একনেকে অনুমোদিত এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৪,২৬১ কোটি টাকা, যার মধ্যে ২,৯৪৮ কোটি টাকা বৈদেশিক ঋণ।

নিউজটি শেয়ার করুন

প্রথমবার মোংলা বন্দরে রেলপথে পণ্য পরিবহন: নতুন দিগন্তের সূচনা

আপডেট সময় ১২:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

 

মোংলা বন্দর দিয়ে রেলপথে পণ্য পরিবহন শুরু হয়েছে। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ৩০টি ওয়াগনে প্রায় এক হাজার ৫০ টন চিটাগুড় সিরাজগঞ্জের বাঘাবাড়ি পৌঁছেছে। বাকী পণ্য সড়কপথ ও রেলপথে ধাপে ধাপে পরিবহন করা হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক মো. মাকরুজ্জামান জানান, ৬ ফেব্রুয়ারি পানামা পতাকাবাহী এমটি ডলফিন-১৯ জাহাজে প্রায় ১৫০০ মেট্রিকটন চিটাগুড় মোংলা বন্দরে আসে। এই পণ্য পরে ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে সংরক্ষণ করা হয়। গত শুক্রবার থেকে সেই পণ্য রেলপথে সিরাজগঞ্জের উদ্দেশ্যে পাঠানো হয়।

বিজ্ঞাপন

তবে, মোংলা বন্দর কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই রেলপথে পণ্য পরিবহন আনুষ্ঠানিক নয়। খুলনা-মোংলা রেলপথের জন্য একটি বৃহত্তর পরিকল্পনা রয়েছে, তবে তা বাস্তবায়নের জন্য সরকারের তৎপরতা প্রয়োজন।

বিগত আওয়ামী সরকারের আমলে খুলনা-মোংলা রেলপথ একটি মেগা প্রকল্প হিসেবে শুরু হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল মোংলা বন্দরের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্থাপন এবং আন্তর্জাতিক পণ্য পরিবহন সহজতর করা। কিন্তু দীর্ঘদিনেও প্রকল্পটি বাস্তবায়িত না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বেড়ে চলছে।

মোংলা বন্দর বার্থ-শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন বলেন, “পণ্য পরিবহন ট্রেন চালু না হওয়ায় ব্যবসায়ীরা উপকৃত হচ্ছেন না। মোংলা বন্দর থেকে সরাসরি দেশের বিভিন্ন অঞ্চলে এবং আন্তর্জাতিকভাবে পণ্য পরিবহন করতে হবে।”

২০১০ সালের ২১ ডিসেম্বর একনেকে অনুমোদিত এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৪,২৬১ কোটি টাকা, যার মধ্যে ২,৯৪৮ কোটি টাকা বৈদেশিক ঋণ।