বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
ফ্যাসিবাদের বিরুদ্ধে একুশের চেতনায় আন্দোলনের নতুন দিগন্ত: রিজভী
ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনে একুশে ফেব্রুয়ারির চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানের স্বৈরশাসক শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনেও এই চেতনা অনুপ্রেরণা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, “একুশে ফেব্রুয়ারিকে এ দেশের জনগণ একদিকে যেমন দুঃখের দিন মনে করে, অন্যদিকে এটি প্রেরণা ও গৌরবের দিন। কারণ, একুশের পথ ধরেই ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং চূড়ান্ত স্বাধীনতা অর্জিত হয়েছে। নব্বইয়ের স্বৈরশাসনের অবসানও এই পথ ধরেই ঘটেছে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, “জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও পালায় না। এর উজ্জ্বল দৃষ্টান্ত হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি অনেক উৎপীড়ন, অত্যাচার এবং বন্দিত্বের শিকার হয়েছেন, তবুও দেশ ও জনগণ ছেড়ে যাননি।”
বিএনপির এই মুখপাত্র দাবি করেন, “আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে, ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। তাদের রক্তাক্ত পথ পেরিয়ে চূড়ান্ত যে আন্দোলন—মহাবিপ্লব—জুলাই-আগস্টে সংঘটিত হয়েছে, তার মাধ্যমে সেই ভয়ংকর উৎপীড়ক ও রক্তপিপাসু স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”
রিজভী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন। তিনি বলেন, একুশের চেতনা দেশের গণতান্ত্রিক আন্দোলনের চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।