ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার অস্ত্রবিরতির আলোচনা ইসরায়েলের হামলা ও অবরোধে গাজায় একদিনেই ৭১ জনের প্রাণহানি প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতের বৈঠক: নীতিগত আলোচনা আবহাওয়ার সতর্কতা: ৬০ কিমি বেগে ঝড়ের আভাস আওয়ামী লীগের আমলে ব্যাংকের ৮০ শতাংশ অর্থ পাচার হয়ে গেছে অর্থ উপদেষ্টা রেলপথ গুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার আরো ১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, এসআই গুরুতর আহত নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় নিশ্চিত করতেই চার্জশীট দিতে দেরী হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

এয়ার টিকিটের দাম কমিয়ে সমপর্যায়ে আনার উদ্যোগ চলছে: স্বরাষ্ট্র সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 37

ছবি: সংগৃহীত

 

এয়ার টিকিটের দাম অন্যান্য দেশের সমপর্যায়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তদন্ত কমিটির শুনানির আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, দেশের এভিয়েশন খাতে নানা সমস্যা বিদ্যমান, যার মধ্যে অন্যতম হলো টিকিটের মূল্য বৃদ্ধি। তবে এক্ষেত্রে শুধু বিভিন্ন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টদের (জিএসএ) দায়ী করা যায় না। তাই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোঁজা হচ্ছে।

স্বরাষ্ট্র সচিব বলেন, ‘বিশেষ করে মধ্যপ্রাচ্যের গন্তব্যে যাওয়া যাত্রীদের জন্য এয়ার টিকিটের দাম তুলনামূলক বেশি পড়ে। পুরো প্রক্রিয়ায় কিছু নিয়ম ও বিধি রয়েছে, যা কিছু ক্ষেত্রে মানা হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে। এছাড়া কিছু অসাধু চক্র এ সুযোগ কাজে লাগিয়ে টিকিটের দাম বাড়িয়ে দিচ্ছে। এ বিষয়গুলো খতিয়ে দেখতে আমরা তদন্ত করছি।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টদের (জিএসএ) মতামত জানতে চাচ্ছি, যাতে তারা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তা বোঝা যায় এবং সে অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া যায়। মূলত, আমাদের এই অনুসন্ধানের লক্ষ্য হলো সাধারণ মানুষের উপকার করা।’

নাসিমুল গনি স্পষ্ট করেন, সরকার এয়ার টিকিটের ভাড়া নির্ধারণ করতে যাচ্ছে না, বরং চলমান পরিস্থিতি তদন্ত করছে। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, সে কারণেই আমরা আজকের এই সভা আয়োজন করেছি।’

নিউজটি শেয়ার করুন

এয়ার টিকিটের দাম কমিয়ে সমপর্যায়ে আনার উদ্যোগ চলছে: স্বরাষ্ট্র সচিব

আপডেট সময় ০৯:৪১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

 

এয়ার টিকিটের দাম অন্যান্য দেশের সমপর্যায়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তদন্ত কমিটির শুনানির আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, দেশের এভিয়েশন খাতে নানা সমস্যা বিদ্যমান, যার মধ্যে অন্যতম হলো টিকিটের মূল্য বৃদ্ধি। তবে এক্ষেত্রে শুধু বিভিন্ন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টদের (জিএসএ) দায়ী করা যায় না। তাই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোঁজা হচ্ছে।

স্বরাষ্ট্র সচিব বলেন, ‘বিশেষ করে মধ্যপ্রাচ্যের গন্তব্যে যাওয়া যাত্রীদের জন্য এয়ার টিকিটের দাম তুলনামূলক বেশি পড়ে। পুরো প্রক্রিয়ায় কিছু নিয়ম ও বিধি রয়েছে, যা কিছু ক্ষেত্রে মানা হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে। এছাড়া কিছু অসাধু চক্র এ সুযোগ কাজে লাগিয়ে টিকিটের দাম বাড়িয়ে দিচ্ছে। এ বিষয়গুলো খতিয়ে দেখতে আমরা তদন্ত করছি।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টদের (জিএসএ) মতামত জানতে চাচ্ছি, যাতে তারা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তা বোঝা যায় এবং সে অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া যায়। মূলত, আমাদের এই অনুসন্ধানের লক্ষ্য হলো সাধারণ মানুষের উপকার করা।’

নাসিমুল গনি স্পষ্ট করেন, সরকার এয়ার টিকিটের ভাড়া নির্ধারণ করতে যাচ্ছে না, বরং চলমান পরিস্থিতি তদন্ত করছে। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, সে কারণেই আমরা আজকের এই সভা আয়োজন করেছি।’