ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
পেন্টাগনে ৫,৪০০ কর্মী ছাঁটাই, নতুন নিয়োগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত দেশ গঠনে সবার ঐক্য দরকার: মির্জা ফখরুল ট্রাম্পের নতুন পরিকল্পনা: অবৈধ অভিবাসীদের সামরিক ঘাঁটিতে আটকের উদ্যোগ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি: স্বাক্ষরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে কমলগঞ্জে হলুদ ফুলকপির চাষে নতুন সম্ভাবনার সৃষ্টি, চাষিরা উপভোগ করছেন লাভের সাফল্য নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন: বিজিবির দাবি, সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসা হোক স্পেসএক্স উৎক্ষেপণ করল ২৩টি স্টারলিংক স্যাটেলাইট, দ্রুত ইন্টারনেটের নতুন দিগন্ত রমজান মাসে বিদ্যুৎ সরবরাহের স্বাভাবিকতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি: জ্বালানি উপদেষ্টা বৈষম্যবিরোধীদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ: স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, স্থানীয়দের হাতে আটক যুবক

জুলাই-আগস্ট গণহত্যা

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যা: তদন্ত শেষ করতে ২০ এপ্রিলের নির্দেশ

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত সম্পন্ন করতে আগামী ২০ এপ্রিলের মধ্যে নির্দেশ প্রদান করেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার এবং তার সঙ্গে তিন সদস্যের প্যানেল এ আদেশ দেন। আদালত এই নির্দেশ দেন প্রসিকিউশনের আবেদন মেনে, যেখানে অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম মামলার পক্ষে শুনানি করেন।

এর আগে ১৭ ডিসেম্বর, ২০২৪ সালে, জুলাই-আগস্টের গণহত্যা নিয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুটি মামলায় তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। এসব মামলায় শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ৪৬ জন অভিযুক্ত।

যতদূর জানা গেছে, ১৯৭৫ সালে আওয়ামী লীগ সরকারের শাসনকালে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়, যার ফলে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারান। ওই আন্দোলনকেই প্রতিবাদ হিসেবে দেখা হয়, যা শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। আগস্টের গণহত্যা ছিল এরই একটি নৃশংস অধ্যায়। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পর, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। তখনই এই গণহত্যার বিচার কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এখন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, এই মামলার তদন্ত দ্রুত নিষ্পত্তি করতে বিচারকার্য শুরু করেছে, যা বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়াবে।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
৫০৫ বার পড়া হয়েছে

জুলাই-আগস্ট গণহত্যা

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যা: তদন্ত শেষ করতে ২০ এপ্রিলের নির্দেশ

আপডেট সময় ০৩:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

 

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত সম্পন্ন করতে আগামী ২০ এপ্রিলের মধ্যে নির্দেশ প্রদান করেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার এবং তার সঙ্গে তিন সদস্যের প্যানেল এ আদেশ দেন। আদালত এই নির্দেশ দেন প্রসিকিউশনের আবেদন মেনে, যেখানে অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম মামলার পক্ষে শুনানি করেন।

এর আগে ১৭ ডিসেম্বর, ২০২৪ সালে, জুলাই-আগস্টের গণহত্যা নিয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুটি মামলায় তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। এসব মামলায় শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ৪৬ জন অভিযুক্ত।

যতদূর জানা গেছে, ১৯৭৫ সালে আওয়ামী লীগ সরকারের শাসনকালে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়, যার ফলে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারান। ওই আন্দোলনকেই প্রতিবাদ হিসেবে দেখা হয়, যা শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। আগস্টের গণহত্যা ছিল এরই একটি নৃশংস অধ্যায়। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পর, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। তখনই এই গণহত্যার বিচার কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এখন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, এই মামলার তদন্ত দ্রুত নিষ্পত্তি করতে বিচারকার্য শুরু করেছে, যা বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়াবে।