ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ট্রাম্প-পুতিন বৈঠক: ফেব্রুয়ারির মধ্যে হতে পারে গুরুত্বপূর্ণ আলোচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 44

ছবি সংগৃহীত

 

বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় নিতে যাচ্ছে, ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক। এই বৈঠকের আলোচ্য বিষয় হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ, এবং গাজা সংকটের সমাধান। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ফোনালাপ থেকে এ বিষয়ে কিছু পূর্বাভাস পাওয়া গেছে। 

আলোচনাটি সৌদি আরবে অনুষ্ঠিত হতে পারে, যেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ কর্মকর্তারা বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। যদিও ইউরোপের কোন বড় শক্তিকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হবে না, তবে এ বিষয়ে আমেরিকার পক্ষ থেকে যথেষ্ট কৌশলগত মনোভাব দেখা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবার ‘প্রক্সি যুদ্ধ’ বন্ধ করে সরাসরি দরকষাকষি করতে চাইছে।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এবার রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করবে। ইউরোপীয় দেশগুলোর প্রতি সন্দেহ এবং অতীতের অভিজ্ঞতাকে মাথায় রেখে, আমেরিকা সরাসরি পুতিনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছে। এর ফলে, ইউরোপের ভূ-রাজনৈতিক পরিস্থিতি নতুন দিকে মোড় নিতে পারে।

এদিকে, গাজা অঞ্চলের পরিস্থিতিও এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে। সেখানে চলমান সংকট এবং মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে, ট্রাম্প এবং পুতিনের মধ্যে কোন সমঝোতা হতে পারে, তা সবার নজরে থাকবে। আন্তর্জাতিক সম্পর্কের এই জটিল দৃষ্টিতে, একযোগী আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নতির আশাবাদী মনোভাব প্রতিফলিত হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক

ট্রাম্প-পুতিন বৈঠক: ফেব্রুয়ারির মধ্যে হতে পারে গুরুত্বপূর্ণ আলোচনা

আপডেট সময় ১২:৫৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

 

বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় নিতে যাচ্ছে, ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক। এই বৈঠকের আলোচ্য বিষয় হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ, এবং গাজা সংকটের সমাধান। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ফোনালাপ থেকে এ বিষয়ে কিছু পূর্বাভাস পাওয়া গেছে। 

আলোচনাটি সৌদি আরবে অনুষ্ঠিত হতে পারে, যেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ কর্মকর্তারা বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। যদিও ইউরোপের কোন বড় শক্তিকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হবে না, তবে এ বিষয়ে আমেরিকার পক্ষ থেকে যথেষ্ট কৌশলগত মনোভাব দেখা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবার ‘প্রক্সি যুদ্ধ’ বন্ধ করে সরাসরি দরকষাকষি করতে চাইছে।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এবার রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করবে। ইউরোপীয় দেশগুলোর প্রতি সন্দেহ এবং অতীতের অভিজ্ঞতাকে মাথায় রেখে, আমেরিকা সরাসরি পুতিনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছে। এর ফলে, ইউরোপের ভূ-রাজনৈতিক পরিস্থিতি নতুন দিকে মোড় নিতে পারে।

এদিকে, গাজা অঞ্চলের পরিস্থিতিও এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে। সেখানে চলমান সংকট এবং মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে, ট্রাম্প এবং পুতিনের মধ্যে কোন সমঝোতা হতে পারে, তা সবার নজরে থাকবে। আন্তর্জাতিক সম্পর্কের এই জটিল দৃষ্টিতে, একযোগী আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নতির আশাবাদী মনোভাব প্রতিফলিত হচ্ছে।