১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা
আয়নাঘরের রহস্য উন্মোচন:

প্রত্যন্ত গ্রামেও ছিল আয়নাঘর, সব উদ্ঘাটন করা হবে: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 100

ছবি: সংগৃহীত

 

প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, ‘‘বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা আয়নাঘরগুলো চিহ্নিত করা হবে। এগুলো শুধুমাত্র ঢাকায় নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও রয়েছে।’’

ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ‘‘গুম কমিশনের রিপোর্ট ও নিরাপত্তা বাহিনীর তদন্ত অনুযায়ী, সারাদেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘর থাকতে পারে, এবং নতুন নতুন ঘর খুঁজে পাওয়া যাচ্ছে।’’ তিনি আরও উল্লেখ করেন, ‘‘হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ সরাসরি উঠে এসেছে, এবং এইসব ঘটনার সাথে তার সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে।’’

বিজ্ঞাপন

শফিকুল আলম জানান, ‘‘কমিশন তিনটি আয়নাঘর পরিদর্শন করেছে দুটি র‌্যাবের, একটি ডিজিএফআই’র। এসব ঘরে বন্দী ব্যক্তিদের নির্মম নির্যাতনের বর্ণনা ভয়াবহ। অনেকেই সেখানে সাত থেকে আট বছর কাটিয়েছেন, যা প্রকাশযোগ্য নয়।’’

তিনি আরও বলেন, ‘‘আয়নাঘরগুলোর আলামত নষ্ট হয়েছে কিনা, তা গুম কমিশন তদন্ত করবে। কিছু কিছু জায়গায় প্লাস্টার করা হয়েছে, দেয়াল ভেঙে বড় দেখানো হয়েছে, এসব বিষয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও পর্যালোচনা করবে।’’

এদিকে, আয়নাঘরগুলোর আইনগত প্রক্রিয়া ও এভিডেন্স সিলগালা করার কাজ চলছে। গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি উন্মোচন করবে।

নিউজটি শেয়ার করুন

আয়নাঘরের রহস্য উন্মোচন:

প্রত্যন্ত গ্রামেও ছিল আয়নাঘর, সব উদ্ঘাটন করা হবে: প্রেস সচিব

আপডেট সময় ০৬:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

 

প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, ‘‘বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা আয়নাঘরগুলো চিহ্নিত করা হবে। এগুলো শুধুমাত্র ঢাকায় নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও রয়েছে।’’

ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ‘‘গুম কমিশনের রিপোর্ট ও নিরাপত্তা বাহিনীর তদন্ত অনুযায়ী, সারাদেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘর থাকতে পারে, এবং নতুন নতুন ঘর খুঁজে পাওয়া যাচ্ছে।’’ তিনি আরও উল্লেখ করেন, ‘‘হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ সরাসরি উঠে এসেছে, এবং এইসব ঘটনার সাথে তার সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে।’’

বিজ্ঞাপন

শফিকুল আলম জানান, ‘‘কমিশন তিনটি আয়নাঘর পরিদর্শন করেছে দুটি র‌্যাবের, একটি ডিজিএফআই’র। এসব ঘরে বন্দী ব্যক্তিদের নির্মম নির্যাতনের বর্ণনা ভয়াবহ। অনেকেই সেখানে সাত থেকে আট বছর কাটিয়েছেন, যা প্রকাশযোগ্য নয়।’’

তিনি আরও বলেন, ‘‘আয়নাঘরগুলোর আলামত নষ্ট হয়েছে কিনা, তা গুম কমিশন তদন্ত করবে। কিছু কিছু জায়গায় প্লাস্টার করা হয়েছে, দেয়াল ভেঙে বড় দেখানো হয়েছে, এসব বিষয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও পর্যালোচনা করবে।’’

এদিকে, আয়নাঘরগুলোর আইনগত প্রক্রিয়া ও এভিডেন্স সিলগালা করার কাজ চলছে। গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি উন্মোচন করবে।