গাজায় মানবিক বিপর্যয়, পুনর্গঠন ও সাহায্য প্রয়োজন ৫৩০০ কোটি ডলার: জাতিসংঘ
জাতিসংঘ জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পুনর্গঠন ও চলমান মানবিক বিপর্যয়ের মোকাবেলায় ৫ হাজার ৩০০ কোটি ডলার প্রয়োজন। বুধবার (১২ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা অঞ্চলে এই বিপুল অর্থের মধ্যে প্রথম তিন বছরে প্রয়োজন হবে ২০ বিলিয়ন ডলার। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতিতে গাজার সব চাহিদার পূর্ণ মূল্যায়ন সম্ভব হয়নি, তবে প্রাথমিক বিশ্লেষণে বোঝা যাচ্ছে যে, ব্যাপক পুনর্গঠন প্রয়োজন।”
ইসরায়েলি বাহিনীর হামলায় গত ৭ অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১২ হাজারের বেশি নিখোঁজ। এছাড়া, ১ লাখেরও বেশি মানুষ আহত হয়েছে। যুদ্ধের প্রভাবে, গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং এর ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনো অনিশ্চিত। জাতিসংঘের মতে, গাজায় মানবিক সহায়তা ও পুনর্গঠন কাজ দ্রুত শুরু করতে হবে, যাতে সেখানে বসবাসকারী মানুষগুলোর জীবনযাত্রা পুনরায় চালু করা যায়।