ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

হাইকোর্টের রায়: অন্তর্বর্তী সরকার আইন ও জনগণের সমর্থনে প্রতিষ্ঠিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 47

ছবি: সংগৃহীত

 

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়েছে। আদালত এই সরকারকে বৈধ বলে রায় দিয়েছেন এবং বিষয়টি নিয়ে করা রিটকে ‘ভ্রান্ত, বিদ্বেষপ্রসূত ও হয়রানিমূলক’ উল্লেখ করে তা সরাসরি খারিজ করেছেন।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের ফলে শেখ হাসিনার সরকার পদত্যাগ করলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চান। পরে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টারা শপথ নেন।

এই প্রক্রিয়া চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ একটি রিট দায়ের করেন। তাঁর যুক্তি ছিল, সংবিধানে অন্তর্বর্তী সরকারের বিধান নেই, তাই রাষ্ট্রপতির সুপ্রিম কোর্টের মতামত চাওয়াও অনৈতিক। তবে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এই রিট সরাসরি খারিজ করেন এবং জানান, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী কাজ করেছেন এবং এটি জনগণের ইচ্ছার প্রতিফলন।

আদালতের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্রপতির বিশেষ রেফারেন্সের ভিত্তিতে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ মতামত দেন যে, সাংবিধানিক শূন্যতা পূরণের জন্য রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষমতা রাখেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব শুনানিতে অংশ নেন। আদালত জানান, রাষ্ট্রপতি যথাযথভাবে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসরণ করেছেন এবং এতে আইনি জটিলতার কোনো অবকাশ নেই।

নিউজটি শেয়ার করুন

হাইকোর্টের রায়: অন্তর্বর্তী সরকার আইন ও জনগণের সমর্থনে প্রতিষ্ঠিত

আপডেট সময় ০২:২৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

 

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়েছে। আদালত এই সরকারকে বৈধ বলে রায় দিয়েছেন এবং বিষয়টি নিয়ে করা রিটকে ‘ভ্রান্ত, বিদ্বেষপ্রসূত ও হয়রানিমূলক’ উল্লেখ করে তা সরাসরি খারিজ করেছেন।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের ফলে শেখ হাসিনার সরকার পদত্যাগ করলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চান। পরে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টারা শপথ নেন।

এই প্রক্রিয়া চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ একটি রিট দায়ের করেন। তাঁর যুক্তি ছিল, সংবিধানে অন্তর্বর্তী সরকারের বিধান নেই, তাই রাষ্ট্রপতির সুপ্রিম কোর্টের মতামত চাওয়াও অনৈতিক। তবে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এই রিট সরাসরি খারিজ করেন এবং জানান, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী কাজ করেছেন এবং এটি জনগণের ইচ্ছার প্রতিফলন।

আদালতের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্রপতির বিশেষ রেফারেন্সের ভিত্তিতে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ মতামত দেন যে, সাংবিধানিক শূন্যতা পূরণের জন্য রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষমতা রাখেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব শুনানিতে অংশ নেন। আদালত জানান, রাষ্ট্রপতি যথাযথভাবে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসরণ করেছেন এবং এতে আইনি জটিলতার কোনো অবকাশ নেই।